রোববার (০৯ জুলাই ) নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।
সভায় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার), জেলা এনএসআই নোয়াখালী কার্যালয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা নোয়াখালী জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদন করেন। উক্ত সভায় নোয়াখালী সরকারি কলেজে মাদক বিক্রয়, নোয়াখালী সদর উপজেলাধীন অবৈধভাবে জমি দখল, মাইজদী শহরস্থ স্মৃতিসৌধে গাড়ি ধৌত করা, বিভিন্ন থানায় দীর্ঘদিন জমা থাকা অস্ত্রের লাইসেন্স বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজার মনিটরিং, নোয়াখালী পৌরসভায় পুরাতন ব্যানার পেস্টুন সরানো, চৌমুহনী বাজারে যানযট এবং চৌমুহনী পৌরসভার বিভিন্ন জলাধার অবৈধ দখলের বিষয়ে আলোচনা করা হয়।
৯ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৭ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৮ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৮ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৯ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৯ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে