সাতক্ষীরার সাংবাদিক জগতের নক্ষত সুভাষ চৌধুরী আর নেই
দেশের দক্ষিণ জনপদের প্রতিথযশা প্রবীণ সাংবাদিক, এনটিভি’র স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি, সাতক্ষীরার ডায়রিখ্যাত সাংবাদিক সুভাষ চৌধুরী আর নেই। তিনি মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ছেলে চয়ন চৌধুরী এ খবর জানিয়ে বলেন, তিনি শ্বাসকষ্ট, কিডনি সমস্যা, ফুসফুসে পানি জমা সহ হার্টের নানা সমস্যায় বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থাবস্থায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
সাংবাদিক সুভাষ চৌধুরী সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়ায় বসবাস করতেন। কর্মজীবনে তিনি সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এ- কলেজে শিক্ষকতা করে সুনামের সাথে অবসরে যান। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি দৈনিক বাংলা, বাংলার বাণী, যুগান্তর, এনটিভিসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
সাতক্ষীরার ডায়েরি খ্যাত সুভাষ চৌধুরী আজীবন অন্যায় অসত্যের সাথে লড়াই করেছেন। মানব মুক্তির পথে আলো ছড়িয়ে সমাজ সচেতনতায় অনন্য ভূমিকা রেখেছেন। দেশের দক্ষিণ জনপদের অবহেলিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর বলিষ্ঠ ভূমিকা চিরদির প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সাহস যোগাবে।
প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরী ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি। সাংবাদিকতার দিকপাল সুভাষ চৌধুরী বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষ ছিলেন। দক্ষিণ জনপদের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে লড়াই সংগ্রামে তাঁর অবদানের কথা চিরকাল মনে রাখার রাখবে মানুষ।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক মোঃ আনিসুর রহিম সাংবাদিক সুভাষ চৌধুরীর প্রয়ানে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে বলেন, সুভাষ চৌধুরী ছিলেন একজন জীবন্ত ডায়েরি। যখন যে তথ্য দরকার হতো তাঁকে ফোন করলেই অনর্গল বলে যেতেন। তিনি অনেক বড় মনের মানুষ ছিলেন। সত্য প্রকাশে তিনি কখনও দ্বিধা করেননি। কোন অপশক্তি তাঁর লেখনি থামাতে পারেনি। আঘাত এসেছে বারবার। তাতে তিনি দমে যাননি। সাতক্ষীরা তথা দেশের দক্ষিণ জনপদে তার মতো সৃষ্টিশীল সাংবাদিকের বড় অভাব। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা হয় তো আর কখনও পূরণ হবে না।