ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করতে আগ্রহী : প্রধান উপদেষ্টাকে মাত্তেও ফের বাড়ল সোনার দাম, কাল থেকেই কার্যকর উর্দু ভাষায় পাকিস্তান মাতাবে সিয়ামের ‘জংলি’, চলছে ডাবিং কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ ইট ভাটার মাটিবাহী ট্রাকের দখলে মহাসড়ক ও গ্ৰামীন সড়ক।

রাজবাড়ীর গোয়ালন্দ ইট ভাটার মাটিবাহী ট্রাকের দখলে মহাসড়ক ও গ্ৰামীন সড়ক।

রাজবাড়ীর গোয়ালন্দ ইট ভাটার মাটিবাহী ট্রাকের দখলে মহাসড়ক ও গ্ৰামীন সড়ক।


রাজবাড়ী জেলা মহাসড়ক-আঞ্চলিক সড়ক এখন ইট ভাঁটাতে নিয়োজিত মাটিবাহী ড্রাম ট্রাকের দখলে। এ সকল মাটিবাহী ড্রাম ট্রাকগুলো সকাল থেকে মধ্য রাত পর্যন্ত অবাদে মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দিয়ে মাটি নিয়ে ইট ভাঁটাতে আসা-যাওয়া করছে। এতে সড়কগুলো এখন মৃত্যু ফাঁদে রূপান্তরিত হয়ে দাঁড়িয়েছে। ধুলাবাহী রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী।


বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, জেলায় অপরিকল্পিত প্রায় শতাধিক ইটভাঁটা গড়ে উঠেছে। এ সকল ইট ভাঁটাতে প্রতিনিয়ত হাজার হাজার ড্রাম ট্রাক মাটি যাচ্ছে। আঞ্চলিক পাকা সড়কগুলো দখল করে ইট ভাঁটার মাটি ভরাট করে রেখে দেওয়া হয়েছে। এই সকল জনপদ দিয়ে এখন কোনো মানুষ স্বাভাবিক চলাচল করতে পারে না। অবৈধ ইট ভাঁটার চতুর পাশে বসতি ব্যক্তিরা স্বাভাবিকভাবে বসবাস করতে পারছে না। ভয়ে ইট


ভাঁটার মালিকদের বিপক্ষের কথাও বলতে পারছেন না। গোয়ালন্দ উপজেলা ও রাজবাড়ী সদর উপজেলা সীমান্তবর্তী খানখানাপুর,


ভাগলপুর ঘনবসতি এলাকায় হাফ ১ কিলোমিটার এলাকায় ৬টি ইটভাটা গড়ে উঠেছে। এই ইট ভাঁটাগুলোর মাঝ দিয়ে আঞ্চলিক একটি পাকা সড়ক ও একটি ব্রিজ রয়েছে। তবে সরেজমিনে গিয়ে পাকা রাস্তা ও সড়কের কোনো চিহ্ন দেখা মেলে না। ধুলায় ঢেকে আছে। এই সড়ক দিয়ে রিক্সা, ভ্যান, বাইসাইকেল, মোটরসাইকেল, অটোরিক্সা ও পায়ে হেঁটে স্বাভাবিক চলাচল করলে ধূলায় নিঃশ্বাস নেওয়া যায় না। আশপাশে কোনো কৃষক ফসল ফলাতে পারছেন না। এলাকাবাসী অভিযোগ, এই রাস্তা দিয়ে মানুষ হেঁটে যেতে পারে না। তাহলে আমরা বসবাস করব কিভাবে। প্রতিদিন বিছানায় ধূলার আবরণে ঢাকা পরে যায়। জানালা খুলা রাখলে সারা ঘর ধুলায় ভরে যায়। খাবারের সঙ্গে ধুলা মিশে যাচ্ছে। এ যেন অসহ্য যন্ত্রণা।


এ সময় আসমা বেগম নামের নারী বলেন, ঘরে জানালা কখনো খুলতে পারি না। রান্নাঘরে দরজা খুলে রান্না করতে পারি না। ঘরের বাহিরে কাপড় শুকাতে পারি না। ঘরের পাশে রাস্তায় একটু দাঁড়াতে পারি না। শুধু ধুলা আর ধুলা। কিন্তু দুঃখের বিষয় এই অভিযোগ আমরা কারও কাছে দিতেও পারি না। অভিযোগ দিলে এই এলাকায় বসবাস করতে পারব না। কুরমান মোল্লা নামের এক ব্যক্তি বলেন, এই রাস্তা দিয়ে ধুলার কারণেরোগে আক্রান্ত এলাকাবাসী


যেতে পারে না। বৃষ্টি থাকলে কাঁদার কারণে যেতে পারে না। শুধু দিনের আলোতে নয়, রাতেও মন খুলে রাস্তায় আসতে পারি না ধুলার কারণে। অভিযোগের কথা বলতে তিনি বলেন, অভিযোগ করলে বাড়ি রেখে পালাতে হবে। সুবর্না নামের এক স্কুল শিক্ষার্থী বলেন, পরিষ্কার জামা- কাপড় পরে আসলেও স্কুলে যেতে পারি না। শুধু ধূলা নয় এই রাস্তায় ধূলা বা বৃষ্টিতে কাদার কারণে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। ইট ভাঁটার কারণে এই সড়কগুলো এখন মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডা. শরিফুল ইসলাম বলেন, বায়ু দূষণের কারণে মানুষ অ্যাজমা (হাঁপানি), ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি রোগ (সিওপিডি) এবং ফুসফুসের ক্যান্সারসহ অনেক রোগে আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, বাতাসে সাধারণত অক্সিজেন থাকে ২১ ভাগ। যদি কোনো কারণে এর ঘাটতি হয়ে অন্যসব গ্যাসের ঘনত্ব বা বালুকণার ভাগ বেড়ে যায়, তবে তাকে দূষিত বায়ু বলা হয়। বায়ু দূষণ থেকে হাঁপানি, হাঁপানি একটি প্রদাহজনিত অবস্থা। এতে কিছু উদ্দীপক শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করে সাময়িকভাবে তা সরু করে দেয়। ফলে শ্বাস নিতে কষ্ট হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এই পাকা রাস্তা দেখে মনে হচ্ছে মাটির রাস্তা। যাদের কারণে সরকারি পাকা রাস্তার এখন অবস্থা তাদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে। পাকা রাস্তা আটকিয়ে ইট ভাঁটার মাটি রাখার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ব্যক্তি স্বার্থে রাস্তা দখল করার কোনো সুযোগ

নেই বলে জানান।

আরও খবর