রাজবাড়ীতে যানবাহন চলাচল স্বাভাবিক, হরতালের কোন প্রভাব পড়েনি।
রাজবাড়ী প্রতিনিধি:সারাদেশে বিএনপি-জামাতের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব পরেনি রাজবাড়ীতে। সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও সড়কে চলছে শত শত ছোট যানবাহন। ট্রেন চলাচলও রয়েছে স্বাভাবিক। এবং ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।
রোববার সকাল থেকে জেলার বেশিরভাগ দোকানপাটও খোলা রয়েছে। কোথাও হরতালের সমর্থনে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা।
যাত্রী ও স্থানীয়রা বলছেন, জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করেছে। যে কারণে সকলেই ঘর থেকে বের হয়ে এসেছে। ভেঙ্গে ভেঙ্গে হলেও যে যার গন্তব্যে পৌঁছাচ্ছে।
রাজবাড়ী পুলিশ সদস্যরা বলছেন,রাজবাড়ীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনও সবকিছুই স্বাভাবিক রয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, হরতালে কেউ যাতে মানুষের যানমালের ক্ষতি না করতে পারে সেজন্য শহরের মোড়ে মোড়ে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকে পুলিশ সদস্য ও টহল পুলিশের একাধিক টিম।
১৫ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
২০ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
২৮ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
২৯ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৪ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
৩৮ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে