কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে লবণ চাষের জমিতে অদ্ভুত এক ধরনের গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দেখতে ভিড় জমাচ্ছে এলাকার লোকজন।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকালের দিকে রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ গ্যাসের সন্ধান পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকার মাহমুদ করিমের ছেলে আবদুল মান্নান তার লবণ চাষের জমিতে পানি পুট পুট করার দৃশ্য দেখতে পায়। কৌতূহলী হয়ে তিনি ঐ স্থানে হালকা মাঠে খনন করলে গ্যাসের গন্ধ অনুভব করায় সেখানে আগুন লাগালে মুহূর্তেই ধাও ধাও করে আগুন জ্বলে উঠে। এতে ধারণা করা হচ্ছে ঐ স্থানে গ্যাস রয়েছে।
মুহূর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এ দৃশ্য দেখতে উৎসুক জনতা ঘটনা স্থলে ভিড় জমায়।
এ বিষয়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বলেন, বিষয়টি শুনছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬২ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩৮ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৬৩ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১৮৬ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৯৪ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
১৯৯ দিন ০ মিনিট আগে
২০৫ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
২০৬ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে