কক্সবাজারের পেকুয়ায় বউ নিয়ে আলাদা হয়ে যাওয়ায় ছেলের সঙ্গে অভিমান করে ফরিদা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদা বেগম ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ঝগড়াঝাটি দিয়ে ঘটনার দিন সকালে বাবা-মায়ের সঙ্গে রাগ করে আলাদা হয়ে যায় তার ছেলে। এরপর বৃহস্পতিবার ছেলের সাথে অভিমান করে ঘরের খুঁটির সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
৬২ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩৮ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে
১৬৩ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৮৬ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৯৪ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৯৮ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
২০৫ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে
২০৬ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে