পবিত্র মাহে রমজান উপলক্ষে শরিয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে সুবিধাবঞ্চিত রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে আলোকিত চামটা ফাউন্ডেশন।
বুধবার (৫ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত চামটা ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলাম, চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী। আলোকিত চামটা ফাউন্ডেশনের উপদেষ্টা, নুরুল ইসলাম ছৈয়াল ও আব্দুস সালাম ছৈয়াল, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, ৪৭ নং দিনারা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুসলেম উদ্দিন সরদার, চামটা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নাম্বার আনোয়ার হোসেন খানসহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাস্টার নাসির উদ্দিন মল্লিক, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন তালহা জুবায়ের।
আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য, দানের গুরুত্ব এবং সমাজে মানবসেবার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা আলোকিত চামটা ফাউন্ডেশনের এ ধরনের জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পরিশেষে, চামটা ইউনিয়নের ১৪৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজনে সহযোগিতা করেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রবাসী শুভাকাঙ্ক্ষীরা।
৩৫ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
৩৭ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৭ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৭ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৮ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৪ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৮ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
৪৯ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে