নড়াইলে জেলা বিএনপি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভি জর্জ, আসাদুজ্জামান জামান, যুগ্ম সম্পাদক আলী হাসান, সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল, এ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, পৌর বিএনপির আহবায়ক আজিজার রহমান, সদস্য সচিব রেজাউল খবির রেজা, জেলা কৃষক দলের আহবায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ।
এছাড়াও লোহাগড়া ও কালিয়া উপজেলা থেকে আসা শত শত নেতাকর্মীরা সভায় উপস্থিত হন।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ১৯ অক্টোবর কালিয়া উপজেলা ও পৌর, ২০ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর এবং নড়াইল সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করেন। নির্বাচনের মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়
৭৮ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে
১১৩ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬৪ দিন ১ ঘন্টা ৩৭ মিনিট আগে
২০২ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
২১৬ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
২১৬ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
২৩৫ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে