ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত চারবছরেও হয়নি সড়কের সংস্কার, দুর্ভোগে সাধারণ মানুষ কোম্পানীগঞ্জে এরশাদ ডাকাতকে গণপিটুনি, পরে পুলিশে সোপর্দ মোংলা বন্দরের আধুনিকীকরণ দৃশ্যমান হচ্ছে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোমানা মাহমুদের দৃপ্ত নেতৃত্বে নতুন প্রেরণা সিরাজগঞ্জে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন শার্শায় চালককে দোকানে পাঠিয়ে চার্জার ভ্যান নিয়ে দু'যাত্রী চম্পট মৌলভীবাজারে আবাবিল সাংস্কৃতিক ফোরামের দায়িত্বশীল সভায় 'হৃদয়ের মাহফিল' করার সিদ্ধান্ত উলিপুরে দারুল ইহসান মডেল মাদরাসায় দোয়া মহফিল অনুষ্ঠিত জয়পুরহাটে ইসলামী গানের রিয়ালিটি শো’র বাছাই পর্ব শুরু সিরাজগঞ্জে কাজিপুর উপজেলায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সম্পত্তির বিরোধে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত শ্রীপুরে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত কচুয়ায় স্বেচ্ছাশ্রেমে ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশন মাগুরাতে সাইকেল মেকানিক আর বেজির অদ্ভুত বন্ধুত্ব, দেখতে ভিড় জমাচ্ছেন সবাই জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আরিফ বাঁচতে চাই কুমারখালী উপজেলায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ প্রেসক্লাব বসুন্দিয়ার নতুন কমিটি ঘোষণা: নেতৃত্বে আবু তাহের ও আবু বকর

নওগাঁয় ছাত্রীদের সাথে অনৈতিক আচরণ করার অভিযোগে শিক্ষক বরখাস্ত

শিক্ষকে বরখাস্ত

নওগাঁয় ছাত্রীদের সাথে অনৈতিক আচরণ করার অভিযোগে শিক্ষক বরখাস্ত


একাধিক ছাত্রীদের সাথে অনৈতিক আচরণের অভিযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) মোঃ মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয় কতৃপক্ষ। গত বুধবার মিটিংয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীর সাথে অনৈতিক আচরণ করতেন। বিষয়টি জানাজানি হলে ঐ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া কয়েক জন ছাত্রী সহকারি শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। এছাড়াও ক্লাস বর্জন করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। পরে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম শাহ্ অভিযোগ ও শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি লিখিতভাবে রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানকে জানান। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম বিদ্যালয় গিয়ে বিষয়টি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টি নিয়ে গত বুধবার অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় আলোচনা হয়। আলোচনায় শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম শাহ্ ঐ দিনই তাকে সাময়িক বরখাস্ত করেন। 

এ ব্যাপারে শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান তার বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে কয়েক জন ছাত্রী অন্যের খাতা দেখে লেখার চেষ্টা করছিল। এতে বাধা দেয়ায় ঐ ছাত্রীরা ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে মিথ্যা অভিযোগ করেন। এছাড়া ও বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আগে থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদের ষড়যন্ত্রেরই শিকার হয়েছেন তিনি বলেও দাবি করেন। তিনি আরো বলেন, তাদের আলাপ-আলোচনার কিছু অডিও রেকর্ডও তার কাছে রয়েছে। 

ঘটনার ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, তদন্তে প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখান্ত করা হয়েছে।

আরও খবর