পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পুরস্কার মিলবে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ জমা দিলে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী পরিদর্শন সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ, বরফসহ ট্রলার জব্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাটি চাপায় পড়ে বাড়ীয়ালার মৃত্যু বরিশালে সাংবাদিক নির্যাতন-চাকরিচ্যুত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ক্রেতার অপেক্ষায় চকবাজারের প্লাস্টিক-ইমিটেশন ব্যবসায়ীরা

‘করোনার আগে প্রতি বছর রমজানে চকবাজারে অলংকার, চুড়ি, ব্যাগ, ক্লিপসহ প্লাস্টিক পণ্যের দোকানগুলোতে ভালো বেচাকেনা হতো। কিন্তু এখন অনেকটাই ঝিমিয়ে পড়েছে চকবাজার। দোকানপাটে বেচাকেনা নেই বললেই চলে। দিনভর অলস সময় কাটান ব্যবসায়ীরা। ফলে জৌলুস হারিয়েছে চকবাজার।’


রোববার (১৭ এপ্রিল) আলাপকালে কথাগুলো বলছিলেন পুরান ঢাকার চক সার্কুলার রোডের গরিবউল্লাহ জুয়েলারির ব্যবস্থাপক আবু সাঈদ। তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পুরান ঢাকার চকবাজারে বেচাকেনা নেই। সব ব্যবসায়ীদের মাথায় হাত। টানা দুই বছর করোনার কারণে ব্যবসা-বাণিজ্য মন্দা ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও মার্কেটে ক্রেতা নেই। ঈদ ঘনিয়ে এলেও লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশ পণ্যও বিক্রি করতে পারেনি ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে পুঁজি হারিয়ে সব ব্যবসায়ীকে পথে বসতে হবে। এখন মানুষের আয়ের চেয়ে সংসার খরচ বেড়ে গেছে। অনেকে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। নিম্ন আয়ের মানুষের কাছে প্লাস্টিকের পণ্য এখন বিলাসিতাই।


পুরান ঢাকার চকবাজার ইমিটেশন অলংকার, মেহেদি, চুড়ি, ব্যাগ, তালা-চাবি, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, প্লাস্টিকের খেলনা তীর-ধনুক ও পিস্তল, রাবারের ক্রিকেট বল, রঙিন চশমা, জুতা, ফিতা ও অন্যান্য ছোট প্লাস্টিক পণ্যের কেনাবেচার জন্য সারাদেশে পরিচিত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে চকবাজারে এ ধরনের জিনিসপত্র কিনতে আসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঢাকা এবং ঢাকার আশপাশের দোকানিরাও এ বাজার থেকে পণ্য কিনেন।


চকবাজারের ব্যবসায়ীরা জানান, সাধারণত বাংলা বছরের প্রথম মাস বৈশাখে গ্রামগঞ্জে জমে ওঠবে বৈশাখী মেলা। এসব মেলায় চকবাজারের হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। কিন্তু এবার বৈশাখ ও রমজান মাসে একসঙ্গে পড়েছে। তাই দেশের অনেক এলাকায় বৈশাখী মেলা বসেনি। এ ছাড়া খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় নিম্ন আয়ের মানুষের বিলাসিতা কমে গেছে। এর প্রভাব পড়েছে চকবাজারের বেচাকেনায়। তাই দেশের সামগ্রী অর্থনৈতিক পরিস্থিতি ভালো না হলে ঘুরে দাঁড়াতে পারবেন না চকবাজারের ব্যবসায়ীরা।


ঊর্দু রোড দিয়ে চবাজারে ঢুকতেই হাতে ডান পাশে প্লাস্টিক পণ্যের দোকান তামান্না ট্রেডার্স। প্রায় ২০০ বর্গ ফুট আয়তনের এ দোকানে নারীদের জন্য হরেক রকম ক্লিপ পসরা সাজানো। কিন্তু দোকানটিতে পাইকারি ক্রেতার দেখা নেই। ফলে দোকানের আটজন কর্মচারীকে অলস সময় কাটাতে দেখা গেছে।


তামান্না ট্রেডার্সের ব্যবস্থাপক মো. রিহান বলেন, তাদের এ দোকানের সব ক্লিপ চীন থেকে আমদানি করা। পণ্যের গুণগত মান অনেক ভালো। কিন্তু প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা নেই বললেই চলে। তিনি বলেন, বেচাবিক্রি কমে যাওয়ার পেছনে বেশকিছু কারণ বের করেছেন তারা। এর মধ্যে পণ্যের দাম বেড়ে যাওয়ায় প্রভাব বেশি পড়ছে বলে মনে করেন রিহান।


তামান্ন ট্রেডার্সে ঘুরে পণ্য দেখছিলেন ঢাকার নবাবগঞ্জের ব্যবসায়ী মো. হাসান। দরদাম করে ১৫ হাজার টাকার পণ্য কিনেন তিনি। আলাপকালে মো. হাসান বলেন, করোনার আগে ঈদুল ফিতরের সময় একসঙ্গে লাখ টাকার পণ্য কিনতাম। কিন্তু এখন গ্রামের বাজারগুলোতেও বেচাকেনা কম। নিম্ন আয়ের মানুষের চাহিদা কমে গেছে। ফলে অল্প করে কিনেছেন।


চক সাকুলার রোডের আজমীর সুপার মার্কেটের ইমিটেশনের অন্যতম বড় দোকান মাইমুন জুয়েলারি। কিন্তু রোববার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এ দোকানে মাত্র ২৬ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। আলাপকালে দোকানটির স্বত্বাধিকারী দোলোয়ার হোসেন বলেন, তার দোকানের অধিকাংশ পাইকারি ক্রেতা ঢাকার বাইরের। ঢাকার আশপাশেরও কিছু দোকানি পণ্য কেনেন। কিন্তু এবার ঢাকার বাইরের ব্যবসায়ীদের দেখা মিলছে না। দিনে দুই-চারজন এলেও পণ্য কম কিনছেন। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার কারণে তাদের অনেকেই সঞ্চয়ের টাকা সংসারে খরচ করে ফেলেছেন। গ্রামেও ব্যবসা ভালো জমছে না।


আজমীর সুপার মার্কেটে ইমিটেশনের পণ্য কিনে বের হচ্ছিলেন সাভারের দোকানি মিনহাজ ইসলাম। তিনি বলেন, গত কয়েক বছর ধরে বাজারে স্বর্ণের দাম বাড়ছে। তাই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ইমিটেশনের চাহিদা কিছুটা বাড়ছে। এর মধ্যে নারীদের গলার হার, চেইন ও নেকলেসের চাহিদা বেশি। দরদাম করে অনেকগুলো হার কিনেছি।


প্লাস্টিকের হরেক রকমের পণ্য বিক্রি করে ইকবাল ট্রেডার্স। এ দোকানের মালিক আকরাম তালুকদার বলেন, তার দোকানের সবপণ্যই দেশের বিভিন্ন কারখানায় তৈরি। করোনার কারণে এসব পণ্যের চাহিদা অনেক বেশি ছিল। কিন্তু এবার তেমন নেই। বিভিন্ন জেলা থেকে ক্রেতা এলেও বেচাকেনা কম।


চক সার্কুলার রোডের আধুনিক বড় মার্কেট মদিনা আশিক টাওয়ার। ১০তলা এ মার্কেটের পুরোটাতে হরেক রকম ইমিটেশন, কসমেটিকস, প্লাস্টিক জাতীয় পণ্যের দোকান রয়েছে। নিচ তলায় ইনহা কসমেটিকসের স্বত্বাধিকারী আরিফ হোসেন বলেন, চকবাজারের কসমেটিকসের মান নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও তাদের দোকানে দেশীয় কোনো কসমেটিকস নেই। যথাযথভাবে ভারত, থাইল্যান্ড থেকে সাবান, তেল, শ্যাম্পুসহ অন্যান্য পণ্য আমদানি করা। তবে মার্কেটে ক্রেতার কম বলে তিনিও হতাশ প্রকাশ করেন।


চকবাজার শাহী মসজিদের উল্টো পাশে বাংলাদেশ মনিহারি বণিক সমিতির ১ নম্বর গলি। এ গলিতে শিশুদের খেলনার শতাধিক দোকানপাট রয়েছে। সেখানে ক্রেতাদের ভিড় কিছুটা বেশি। তারা দরদাম করে কেনাকাটা করছেন। তার পাশেই ফ্রেন্ডশিপ মার্কেট। এ মার্কেটের নিচ তলায় শতাধিক খেলনার দোকান। সেখানে ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে।


বাংলাদেশ মনিহারি বণিক সমিতির ১ নম্বর গলির দোকানি কামাল হোসেন বলেন, তার দোকানে প্লাস্টিকের পুতুলসহ হরেক রকমের খেলনা রয়েছে। এসব খেলনার ৭০ শতাংশই আমদানি করা। সারা বছরই খেলনার চাহিদা থাকে। তবে ঈদকে কেন্দ্র করে চাহিদা অনেকটা বেড়ে যায়। আশা করি, ব্যবসা ভালোই হবে।


ফ্রেন্ডশিপ মার্কেট থেকে প্লাস্টিকের গাড়ি, হেলিকপ্টার, রাইফেল, ওয়াটার গানসহ বিভিন্ন ধরনের খেলনা কিনেছেন শরিয়তপুরের ব্যবসায়ী আক্তার হোসেন। আলাপকালে তিনি বলেন, গ্রামে তথা জেলা এবং উপজেলায় প্লাস্টিকের এসব পণ্যের চাহিদা রয়েছে। আশা করি, বেচাবিক্রি ভালোই হবে।


চক সার্কুলার রোডে শাহী মসজিদের সামনে চকবাজার বণিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেনর সঙ্গে কথা হয়। তিনি বলেন, চকবাজারকে কেন্দ্র করে আশপাশে ২৫ থেকে ২৩টি মার্কেটে প্রায় ১০ হাজার দোকান রয়েছে। কিন্তু সে অনুযায়ী দোকানপাটে কেনাকাটা নেই। যা অন্যান্য বছরের তুলনায় অনেক কম। এ পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য শুভ নয়। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।

আরও খবর

‘মনে হয় না দেশে টাকার অভাব আছে’: শাজাহান খান

৭০২ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে


মাদারীপুরে নছিমন উল্টে প্রাণ গেল চালকের

৭১৯ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে