স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র আদমদীঘিতে নাগর নদীর তলদেশ থেকে উত্তোলন করা বিপুল বালু জব্দ শ্রীপুরের জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান আদমদীঘিতে প্রধান শিক্ষককে মারপিটের বিচার দাবীতে মানববন্ধন সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু ঢাকায় শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়েব হাসান বাবু ফিফা’র আমন্ত্রণে যাচ্ছেন বাগদাদ বিচারপতি মাহমুদুল হক সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন গলাচিপা ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহরের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত সদর উপজেলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সুন্দরবনে বিপন্ন প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকার ডিম ফুটে জন্মাল ৬৫ বাচ্চা গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু বাঘায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা।

লাখাইয়ে পরিকল্পিত চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকের।

লাখাইয়ে পরিকল্পিত চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকের। 

লাখাইয়ে দিন দিন পরিকল্পিত ও বানিজ্যিক চাষাবাদের দিকে আগ্রহ বাড়ছে কৃষকের।এতে অল্প সময়ের, স্বল্প খরচে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে তাঁরা স্বাবলম্বী হয়ে উঠছেন। 

এক সময় লাখাইয়ে যে যেভাবে পারতো ইচ্ছে মতো চাষাবাদ করতো।এতে ফসল উৎপাদন হলেও বেশীর ভাগ ক্ষেত্রে আংখিত মুনাফা পেত না।কোন কোন সময় দর পতনের কারণে ক্ষতির সম্মুখীন হতে হতো।এ অবস্থা থেকে উত্তোলনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধকরণ সভা করে ক্রপ প্যাটার্ন ও শস্য নিবিরতা নিশ্চিত করে চাষাবাদ আগ্রহী করে তুলতে প্রচেষ্টা অব্যাহত রাখে।এরই ফলশ্রুতিতে বর্তমানে কৃষকেরা আগাম ও বাজারের চাহিদা বিবেচনা করে বিভিন্ন ধরনের শাকসবজি চাষে আগ্রহী হয়ে উঠে।এতে তাঁরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে, পাচ্ছে আংখিত মুনাফা। 

অনেকে আগাম লালশাক, লাউ,লতিকচু,ধনিয়াপাতা, পালংশাক, মূলা,টমেটো, ডাঁটা সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে বেশ ভালো মুনাফা পাচ্ছে। এমনই একজন সফল মৌসুমী সব্জি চাষি লাখাইয়ের মোহাম্মদ শাহজাহান। 

চলতি মৌসুমে সে আগাম ধনিয়াপাতা,লতিকচু,লালশাক,ডাঁটা শাক, বেগুন আবাদ করেছেন। 

লাখাইয়ে মৌসুমি শাকসবজি চাষী শাহজাহান চলতি মৌসুমে বানিজ্যিকভাবে ধনিয়াপাতা আবাদে লাভবান হয়েছেন।

কৃষক শাহজাহান মিয়া জানান অন্যান্য ফসলের   পাশাপাশি তাঁর নিজস্ব ১৫ শতাংশ জমিতে এ মৌসুমে আগাম ধনিয়াপাতা আবাদ করেন।

এতে বীজ,সার ও চাষাবাদ এ তাঁর মোট খরচ হয়েছে ৩ হাজার টাকা। 

১ মাসের শেষে সে এ ধনিয়াপাতা বিক্রি করতে শুরু করছেন। 

প্রতিকেজি ধনিয়াপাতা পাইকারি দরে ৭০ টাকা করে বিক্রি করেছেন। বাজারে চাহিদা ও দাম  ভালো হওয়ায় সে বেশ লাভবান। 

এরই মধ্যে সে ৩ হাজার টাকার মতো বিক্রয় করতে পেরেছেন। এভাবে বিক্রি করতে পারলে তাঁর ১৬-১৭ হাজার টাকার মতো বিক্রয় করতে পারবেন বলে আশাবাদী কৃষক শাহজাহান মিয়া।

অল্প সময়ের  ব্যবধানে তাঁর মুনাফা হবে ১৩- ১৪ হাজার টাকার মতো। এতে সে বেশ খুশীতে। 

কৃষক শাহজাহান জানান আমি ধান চাষাবাদ এর পাশাপাশি সারাবছর মৌসুমে শাকসবজি চাষ করে আসছি। এ ক্ষেত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে পরামর্শ ও  সার,বীজসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন কৃষকরা বাজারের চাহিদা বিবেচনা করে ফসলের আবাদ করে তবে তাঁরা যে কোন ফসল উৎপাদন করে লাভবান হওয়ার সম্ভাবণা। তবে পরিকল্পনা মাফিক না হলে বাজারে দর পতনের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ার  আশংকা থাকে। তাই আমরা কৃষকদের এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। ক্রপ প্যাটার্ন অনুসরণ পূর্বক চাষাবাদের পরামর্শ দিয়ে যাচ্ছি।

আরও খবর