বন্যাকবলিত মৌলভীবাজার জেলার রাজনগর, কুলাউড়া এবং কমলগঞ্জ উপজেলার পানিবন্দি তিন সহস্রাধিক মানুষের মাঝে 'ইমার্জেন্সি ফুড প্যাক' বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জেলা মৌলভীবাজার জেলা শাখা।
গত শুক্রবার থেকে 'ইমার্জেন্সি ফুড প্যাক' বিতরণ কার্যক্রম শুরু করে আজ শনিবার (২৪ আগস্ট) তৃতীয় দিনও বিতরণ করা হয়।
'ফুড প্যাক' বিতরণ কার্যক্রমে অংশ নেন ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জেলা সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আবিদ হাসান, সেক্রেটারি নাঈম হাসান, কুলাউড়া উপজেলা দক্ষিণ সভাপতি জালালুর রহমান প্রমুখ।
সংগঠনের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ইমার্জেন্সি ফুড প্যাকে চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, সেলাইনসহ প্রয়োজনীয় ঔষধপত্র এর পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য ছিলো স্পেশাল খাবার।
বিতরণ কার্যক্রমে অংশ নেয়া ছাত্রনেতা আবিদ হাসান জানান, কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগান, রুপশপুর, রাজনগর উপজেলার তারাপাশা, কামারচাক, ইসলামপুর, সান্তকুল, কুলাউড়া উপজেলার টিলাগাও, মিয়ারপারাসহ মন্দিরে আশ্রয় নেয়া সনাতন ধর্মের মানুষের মাঝেও ফুড প্যাক পৌছে দেয়া হয়।
এছাড়া গত দিন দিনে অন্যান্য বন্যাকবলিত এলাকার তিন হাজার মানুষের মাঝেও ইমার্জেন্সি ফুড প্যাক বিতরণ করা।
আগামীকাল 'ফেমেলী ফুড' বিতরণ করা হবে বলেও আবিদ হাসান জানান।
১৪৩ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৮৬ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে
১৯৬ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
১৯৬ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে
২২১ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
২২৪ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে
২৫০ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
২৫২ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে