মাদারীপুরের ডাসারে মো. আজগর আলী হাওলাদার(৪০) নামে এক কৃষকের ঘাস মারার ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে।
আজ শনিবার(১২ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।সে উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে,শুক্রবার দুপুরের দিকে নিজ বাড়ীতে ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান।এসময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে,উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, কাজী বাঁকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরমোহাম্মদ হাওলাদার, নিহত আজগর হাওলাদার আমার প্রতিবেশী এবং চাচাতো ভাই,অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালাতো।নিজের জমি-জমা নেই।অভাবের সংসারে ঋন দেনায় জড়িয়ে পড়ে।মানসিক চাপের কারণে ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।
২১ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
৩৯ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
৮৩ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
৮৮ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
১২৭ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
১৬৩ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে
২২৮ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে