পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পুরস্কার মিলবে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ জমা দিলে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী পরিদর্শন সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ, বরফসহ ট্রলার জব্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাটি চাপায় পড়ে বাড়ীয়ালার মৃত্যু বরিশালে সাংবাদিক নির্যাতন-চাকরিচ্যুত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ঝিনাইদহে তিন দিবসে শতকোটি টাকার ফুল বিক্রির আশা

রাত পোহালেই পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। বসন্ত উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সারাদেশে। একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরেও ফুলের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এই তিন বিশেষ দিবসকে কেন্দ্র করে দেশের অন্যতম বৃহৎ ফুল উৎপাদনকারী জেলা ঝিনাইদহের চাষিরা এখন ফুল পরিচর্যা, সংগ্রহ ও বাজারজাতকরণের কাজে ব্যস্ত সময় পার করছেন। জেলার ফুলচাষি ও ব্যবসায়ীরা আশা করছেন, এ বছর অন্তত ১০০ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন। জেলার ৬ উপজেলার মধ্যে চারটিতে গোলাপ, গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস, টিউলিপ, থাই গোলাপ, চন্দ্রমল্লিকা ও রজনীগন্ধাসহ বাহারি ফুলের চাষ হচ্ছে প্রায় তিন দশক ধরে। সরেজমিনে ঝিনাইদহ সদর উপজেলার গান্না, কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা ও মহেশপুর উপজেলার নেপা বাজারের পাইকারি ফুলের বাজার ঘুরে দেখা যায়, প্রতিদিন লাখ লাখ টাকার ফুল বিক্রি হচ্ছে। ভোর হতেই ফুলচাষিরা ক্ষেতে নেমে পড়েন। দুপুর পর্যন্ত চলে ফুল সংগ্রহের কাজ। পরে ফুলগুলো পাইকারদের কাছে বিক্রি হয় এবং সেখান থেকে চলে যায় ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে। ঝিনাইদহ থেকে দেশের মোট গাঁদা ফুলের ৭০ শতাংশ সরবরাহ হয়। বাজারে বর্তমানে গাঁদা ফুল মানভেদে প্রতি ঝুপা (গোছা) ২৫০-৩৬০ টাকা, গোলাপ প্রতি পিস ১৮-২৫ টাকা, জারবেরা ৮-১০ টাকা, রজনিগন্ধা ৬-৭ টাকা এবং গ্ল্যাডিওলাস ১০-১২ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। গান্না গ্রামের ফুলচাষি সোলাইমান হোসেন বলেন, ‘এক একর জমিতে চন্দ্রমল্লিকা, জারবেরা, গোলাপ ও গাঁদা ফুলের চাষ করেছি। বিশেষ দিবসকে ঘিরে ফুলগাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছি। বাজারে ফুলের দাম বেশি হলে ভালো লাভ হবে।’ ফুলচাষি শরিফুল ইসলাম বলেন, ‘সারা বছর গাঁদা ও গোলাপের চাহিদা থাকে, তবে ডিসেম্বর থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশেষ দিবসগুলোতে চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এই সময়কে ঘিরেই আমরা বাড়তি যত্ন নিই।’ কালীগঞ্জের ফুলচাষি টিপু সুলতান বলেন, ‘ভালোবাসা দিবসে গোলাপ ও রজনিগন্ধা, একুশে ফেব্রুয়ারিতে গাঁদা ফুল বেশি বিক্রি হয়। এ জন্য এখন ফুলের পরিচর্যা করছি, যাতে ভালো দামে বিক্রি করা যায়।’ ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এবার জেলায় ২২৪ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। সদর উপজেলায় ২৭ হেক্টর, কালীগঞ্জে ৭৫ হেক্টর, কোটচাঁদপুরে ৫২ হেক্টর ও মহেশপুরে ৭০ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। ঝিনাইদহ ফুলচাষি ও ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জমির উদ্দিন বলেন, ‘এই তিন বিশেষ দিবসকে কেন্দ্র করে আমরা অন্তত ১০০ কোটি টাকার ফুল বিক্রির আশা করছি। ঝিনাইদহের ফুলের খ্যাতি সারাদেশেই রয়েছে।’ ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায় বলেন, ‘সারা দেশের ফুলের চাহিদা মেটাচ্ছেন ঝিনাইদহের চাষিরা। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো উৎপাদন হয়েছে। চাষিরা অন্যান্য বছরের তুলনায় এবার বেশি টাকার ফুল বিক্রি করতে পারবেন।
Tag
আরও খবর