চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দিলে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ বারইয়ারহাটে ইদারাতুল কোরআন হিফজ মাদ্রাসার উদ্বোধন লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, গুরুতর আহত ২ "রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত" "রাবিপ্রবি স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব" মোরেলগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে থানার এসআইর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরষ্কার পেলেন জসিম উদ্দিন ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে অনুপস্থিত ড. শুচিতা শরমিন বঙ্গোপসাগরে চলতি মাসেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আ. লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার আক্কেলপুর আওয়ামী লীগের চার নেতা কর্মী আটক. পীরগাছায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ,বনে অবমুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গীতে "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ "এর শুভ উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যানের বাড়িতস্থ গ্রাম আদালত কক্ষে জুয়া খেলার দায়ে গ্রেপ্তারকৃত স্কুলশিক্ষক-ইউপি মেম্বারসহ গ্রেপ্তার-১৪


জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে জুয়া খেলার দায়ে গ্রেপ্তারকৃত স্কুলশিক্ষক এবং ইউপি মেম্বারসহ ১৪ জনকে আদালতে সোপর্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায়  জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাত ১০টায় উপজেলার চিনাডুলী ইউপি চেয়ারম্যানের বসতবাড়িস্থ অস্থায়ী ইউপি কার্যালয়ের গ্রাম আদালত কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি-২ এর উপপরিদর্শক  (এসআই) আবু রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, ইউনিয়নের গুঠাইল এলাকার বাসিন্দা চিনাডুলী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) জহরুল ইসলাম (৫২), শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমুল বাশার (৫২), সেকেন্দার আকন্দের ছেলে খোকন উরুফে ভুট্টো আকন্দ (৪২), খাজা মিয়ার ছেলে আমীর হোসেন (৩৫), মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর (৪৩), তারু মিস্ত্রীর ছেলে মনু শেখ (৫১), খাজা মিয়ার ছেলে আনোয়ার আকন্দ (৩৫), ইনতাজ আলীর ছেলে বাবু শেখ (৩৫), মকবুল হোসেনের ছেলে আলমাস মিয়া (৩৬), শ্রী জিতেন দাশরে ছেলে শ্রী জীবন দাশ (৩৪), ফকির আলীর ছেলে জালাল আকন্দ (৪০), বাদশা আলীর ছেলে জিয়াউর (৩৮), আব্দুল সবুর আকন্দের ছেলে হোসাইন উরফে মুশাহিদ আকন্দ (৪০) এবং খশরু আকন্দের ছেলে সুমন আকন্দ (২২)।

জেলা ডিবি-২ এর এসআই আবু রায়হান বলেন,  চিনাডুলী ইউপির অস্থায়ী কার্যালয়ের একটি টিনসেড ঘরে দীর্ঘ দিন থেকে রমরমা জুয়ার আসর চলে আসছিল। গত শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে আমরা চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের বসতবাড়িস্থ ইউপির কার্যালয়ে অভিযান চালাই। এসময় জুয়া খেলার আসর থেকে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া, আকবর আলী, মিরাজ শেখ, ফকির আলীসহ অনেকেই বলেন, 'ইউপি কার্যালয়ে দীর্ঘদিন ধরে রাতের বেলায় জুয়া খেলার আসর বসিয়ে আসছে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম। রাত যত গভীর হয়, জুয়াড়ির সংখ্যা ততই বৃদ্ধি হয়। চেয়ারম্যান আব্দুস সালাম নিজেও একজন বড় ধরনের জুয়াড়ি। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন বাদ দিয়ে নিজ কার্যালয়ে জুয়া খেলে আসছেন। ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জুয়া খেলার আসর চলায় আমরা হতভম্ব।'

হারুন অর রশীদ নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, 'চেয়ারম্যান আব্দুস সালাম তার কার্যালয় জুয়া খেলতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া দিয়ে আসছে। চেয়ারম্যান নিজেই একজন পেশাদার জুয়াড়ি। আমরা চেয়ারম্যানের হীনকর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।'

চিনাডুলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম বলেন, 'আমাদের কার্যালয়ে জুয়া খেলা হয় না। তবে স্থানীয় কিছু লোকজন সেদিন কার্যালয়ে বসে তাস খেলতে ছিল। মূলত আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। আমি আগে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ওঠে-পরে লেগেছে। আমি নির্দোষ।'

জেলা ডিবি শাখা-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, 'জুয়া খেলা নিরোধ আইনের মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।'

আরও খবর