জামালপুরের ইসলামপুর উপজেলায় তৃণমূল মানুষের সামনে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তোলে ধরতে শতাধিক উঠান বৈঠক সম্পন্ন করেছেন শিল্পপতি শাহীনুজ্জামান শাহীন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় জনসেবামূলক নানাবিধ কাজ করে যাচ্ছেন।
তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তোলে ধরতে দীর্ঘদিন ধরেই মাঠ পর্যায়ে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ও সমাজকর্মী শাহীনুজ্জামান শাহীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অজপাড়া গাঁয়ে শাহীনুজ্জামান শাহীন একের পর এক করে যাচ্ছেন উঠান বৈঠক। মাঝে মধ্যেই বৈঠকরূপ নেয় জনসভায়। আলোচনা চলে কয়েক ঘণ্টাজুড়ে।
হাজারো হাজার মানুষের সামনে তোলে ধরা হয় শেখ হাসিনা সরকারের স্বপ্নের পদ্মা সেতু, উড়াল সড়ক, ঢাকা-চট্রগ্রামসহ সারা দেশের ফ্লাইওভার, রাস্তা-ঘাট, যমুনা নদী তীর সংরক্ষণসহ নানা উন্নয়ন প্রকল্পের চিত্র। দেশের উন্নয়ন কর্মকাণ্ডের কর্মযজ্ঞের সফলতার কথা শোনে আবেগ আপ্লুত হয়ে পড়েন তৃণমূলের মানুষগুলো।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শাহীনুজ্জামান শাহীন দীর্ঘদিন থেকে সরকারের বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড তোলে ধরছেন তৃণমূল মানুষের কাছে। এতে মানুষের মধ্যে ব্যাপাক সাড়া পড়েছে। আগামীতে শাহীনকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চায় তৃণমূল মানুষ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নস্থ কান্দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত হয়েছে শাহীনের উঠান বৈঠক। এর আগের দিন গত বৃহস্পতিবার বিকেলে বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম চর মুন্নিয়া বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠক। এতে অংশ নেন স্থানীয় কয়েকটি দ্বীপ চরের অসংখ্য নারী-পুরুষ। প্রচণ্ড রোদ উপেক্ষা করে তাঁরা প্রধান অতিথি সমাজ সেবক শাহীনুজ্জামান শাহীনসহ নেতৃবৃন্দের মুখ থেকে দেশের উন্নয়ন ও রাজনীতির কথা শোনেন।
শাহীনুজ্জামান শাহীনের উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে অংশ নিয়ে বক্তব্য দেন, বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, পাথর্শী ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিআরডি’র সাবেক চেয়ারম্যান জাহের আলী চুন্নু, চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী নূর, গাইবান্ধা ইউনিয়ন ছাত্র যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
মুন্নিয়া গ্রামের আকলিমা বেগম, আমীর আলী, শহিদ মিয়া, কান্দারচর গ্রামে আকবর, নাজমা খাতুন, চন্দনপুর গ্রামের আবুল কালাম আজাদ বলেন, 'প্রতিবার নির্বাচনের আগে চরবাসীর উন্নয়নের কথা বলে ভোট নিয়ে জাতীয় সংসদে যান। কিন্তু পরে আর তাদের কথা মনে রাখা হয় না। সেকারণেই এবার শাহীনের মতো একজন মানবিক মানুষকে জাতীয় সংসদের প্রতিনিধি হিসাবে দেখতে চাই।'
ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন ইউনিয়ন, ওয়ার্ড ও আঞ্চলিক এলাকায় নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় করে যাচ্ছেন শাহীন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইসলামপুর আসনে শাহীনকেই নৌকা প্রতীক দেওয়া দরকার। নৌকা প্রতীক দেওয়া হলে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন শাহীন।
জেলা আওয়ামী লীগের সদস্য শাহীনুজ্জামান শাহীন বলেন, 'নদীভাঙ্গা পশ্চাৎপদ এ উপজেলার অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নীচে বসবাস করে। অবহেলিত এ জনপদের দরিদ্র মানুষের জন্য সাধ্যমত কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের জীবন-মান উন্নয়ন আমার সব সময় ভাবনা।'
৩ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে
১৭ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৬ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৬ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে
২৭ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে