চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দিলে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ বারইয়ারহাটে ইদারাতুল কোরআন হিফজ মাদ্রাসার উদ্বোধন লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, গুরুতর আহত ২ "রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত" "রাবিপ্রবি স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব" মোরেলগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে থানার এসআইর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরষ্কার পেলেন জসিম উদ্দিন ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে অনুপস্থিত ড. শুচিতা শরমিন বঙ্গোপসাগরে চলতি মাসেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আ. লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার আক্কেলপুর আওয়ামী লীগের চার নেতা কর্মী আটক. পীরগাছায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ,বনে অবমুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গীতে "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ "এর শুভ উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, জামালপুরের ১৯ ছাত্রলীগ নেতা অব্যাহতি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় জামালপুরের বিভিন্ন শাখা ছাত্রলীগের ১৯ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে জেলা ছাত্রলীগ। এরমধ্যে সদর উপজেলায় ১ জন, জেলার মেলান্দহ উপজেলায় ৮ জন, ইসলামপুর উপজেলায় ৮ জন এবং বকশীগঞ্জ উপজেলায় ২ জনকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বিষয়টি সত্যতা স্বীকার করেছেন।

জানা যায়, গতকাল বুধবার (১৬ আগষ্ট) জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত পৃথক ৩টি বিজ্ঞপ্তিতে ১৯ ছাত্রলীগ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শোয়েব আল হাসান সজল, উপজেলার সান্দবাড়ী শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসা, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ, কর্মী সোয়াইব ইসলাম, মেলান্দহ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ সরকারি কলেজ শাখার সহসভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক বরকতুল্লাহ ফারাজি, হাজরাবাড়ী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সুমন ইসলাম এবং জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি সাইম কবির।

এছাড়া ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, সহসম্পাদক মুসা আহমেদ, কর্মী মো. আব্দুল কাইয়ুম, ইসলামপুর সরকারি কলেজ শাখার সদস্য ও চরগোয়ালিনী ইউনিয়ন শাখার সহসভাপতি মুরসালিন উদ্দীন, ইসলামপুর পৌর শাখার কর্মী মো. জয় মামুন, গাইবান্ধা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন শাখার সহসভাপতি আমিনুল ইসলাম এবং নোয়ারপাড়া ইউনিয়ন শাখার সহসভাপতি আশিকুর রহমান আশিক।

অব্যাহতি প্রদানের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাঁদের সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া কেনো তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ৭ কার্যদিবসের মধ্যে জেলা ছাত্রলীগের দপ্তরে স্ব-শরীরে উপস্থিত হয়ে তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন বলেন, 'অব্যাহতি প্রদানের বিজ্ঞপ্তিতে কর্মী হিসেবে উল্লেখ করা হলেও মো. আব্দুল কাইয়ুম মূলত কুলকান্দী ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক পদে এবং মো. জয় মামুন
ইসলামপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।'

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ আল ইমরান বলেন, 'দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এখানকার ছাত্রলীগের ৮ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই অপরাধে গত ১৫ আগষ্টে কুলকান্দী ইউনিয়ন শাখা কমিটি প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুমকে বহিষ্কার করে। জেলা শাখা থেকে তাঁকে পুনরায় বহিষ্কার করা হয়।'

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বলেন, 'দেলাওয়ার হোসাইন সাঈদী একজন রাজাকার। তার মৃত্যুতে শোক জানানো আমাদের সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ সাঈদী শোকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অভিযুক্ত নেতাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।'


আরও খবর