চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দিলে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ বারইয়ারহাটে ইদারাতুল কোরআন হিফজ মাদ্রাসার উদ্বোধন লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, গুরুতর আহত ২ "রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত" "রাবিপ্রবি স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব" মোরেলগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে থানার এসআইর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরষ্কার পেলেন জসিম উদ্দিন ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে অনুপস্থিত ড. শুচিতা শরমিন বঙ্গোপসাগরে চলতি মাসেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আ. লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার আক্কেলপুর আওয়ামী লীগের চার নেতা কর্মী আটক. পীরগাছায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ,বনে অবমুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গীতে "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ "এর শুভ উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার

পঁচা পানি মাড়িয়ে যাতায়াত করতে হয় ইসলামপুর থানায়!

বৃষ্টি হতে না হতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় প্রবেশ পথে দুর্গন্ধযুক্ত পঁচা পানি মাড়িয়ে জামালপুরের ইসলামপুর থানায় আসা-যাওয়া করতে হচ্ছে  পুলিশী সেবাপ্রার্থীদের। এছাড়া স্বাস্থ্যঝুঁকিতে থাকাসহ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও। এনিয়ে থানা-পুলিশের কেউ মুখ খুলছেন না। তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদস্যসহ থানায় পুলিশী সেবা নিতে আসা মানুষের দাবি, অতিদ্রুত বৃষ্টির পানি নিষ্কাশন করে যাতে নির্বিঘ্নে চলাচলের করতে পারা যায়।

জানা যায়, জলাবদ্ধতা নিরসন না করায় সামান্য বৃষ্টিতেই থানার প্রধান ফট জলাবদ্ধতায় তলিয়ে যায়। এতে পানিবন্দী হয়ে পড়েন থানা এলাকায় বসবাসরতরা। ড্রেনেজ ব্যবস্থা ও ড্রেনেজ সংযোগ না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে পুলিশ সদস্যসহ পুলিশী সেবাপ্রার্থীদের। তবে এ নিয়ে পুলিশ সদস্যরা মুখ না খোললেও অন্যান্য ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বেড়েই চলছে। 

সরেজমিনে দেখা গেছে, গত দুদিনের বৃষ্টিতে থানার প্রধান প্রবেশ পথে জলাশয়ের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অন্তত পঞ্চাশ ফুট রাস্তাজুড়ে পানি জমেছে। প্রবেশ পথে রয়েছে হাঁটুপানি। পানিতে মশার বংশ বৃদ্ধির শঙ্কা রয়েছে। এতে স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। 

থানায় পুলিশী সেবা নিতে আসা উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, 'থানার প্রবেশ হাঁটুপানি জমেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ভোগান্তির শিকার হতে হয়েছে।'

উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর গ্রামের বাসিন্দা সোহেল রানা বলেন, 'থানার পুলিশ সদস্যরা পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে তাঁদের এ সমস্যা পোহাতে হচ্ছে। দুর্গতি লাঘবে পাম্পের সাহায্যে পানি অপসারণ ছাড়া আপাতত এ থেকে মুক্তি পাওয়ার উপায় নেই।'

পৌর শহরের বাসিন্দা আকলিমা বেগম বলেন, 'জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় থানার প্রবেশ পথে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে পঁচা আবর্জনা পড়ে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। অকেজো হয়েছে। দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে থানায় আসা-যাওয়া মানুষদের চলাচল করতে হচ্ছে।'

নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদস্যরা জানিয়েছেন, সামান্য বৃষ্টি হলেও জলবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ বলেন, 'থানার প্রবেশ পথে বৃষ্টি পানি জমে থাকার বিষয়টি খোজখবর নেওয়া হচ্ছে। পানি নিষ্কাশনের ড্রেনগুলো পরিষ্কার করার জন্য জরুরিভাবে কাজ করা হচ্ছে। অতিদ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।'



আরও খবর