ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটক, শহরবাসী ও হোটেল-মোটেল মালিক কর্মচারীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজার পৌরসভা ও ডিএসকে’র আরবান ওয়াস প্রকল্পের যৌথ উদ্যোগে নিয়মিত সিটিওয়াইড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারি) সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় সচেতনতামূলক এই ক্যাম্পেইন।
এতে ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপক শরীফ উল্লাহ্ ভূঁইয়ার নেতৃত্বে সকল কর্মীবৃন্দ, কক্সবাজার পৌরসভার কনজারভেন্সি ইউনিট, হোটেল মোটেল গেস্ট হাউজ অফিসার্স এসোশিয়েশন প্রতিনিধিরা অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানে হোটেল-মোটেল গেস্ট হাউজ অফিসার্স এসোশিয়েশনের সভাপতি সুবির চৌধুরী বাদল, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম ও ডিএসকে কর্মকর্তা মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।
এসময় পুরো সময় থেকে সক্রিয়ভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ।
এছাড়া ইউনিসেফ বাংলাদেশের অন্যান্য অংশীদার যথাক্রমে ভার্ক, এনজিও ফোরাম ও আই ডি ই’র প্রতিনিধিরাও অভিযানে অংশগ্রহণ করেন।
২ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৯ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩০ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৫ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে
৩৫ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে
৫০ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে