চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড দুর্লভ পাড়া এলাকায় পাকা ঘর নির্মাণ করার সময় দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় কাউন্সিলর লোকমান হাকিম জানান, ২৮ ফেব্রুয়ারি পৌরসভা দুর্লভ পাড়া নাজির আলীর দালান ঘরের নির্মাণ কাজ করার সময় দুপুরে জানালার কাজে নিরাপদে বসতে না পারায় দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছে নির্মাণ শ্রমিক কাজী মো. আবদুল আলীম (৫৫)। তাকে মূমূর্ষ অবস্থায় প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল আলীম বিকাল ৩ টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া ৮নং ওয়ার্ড মৃত কাজী ফোরক আহমদের ছেলে বলে জানা যায়। সে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃত আব্দুল আলীমের লাশ গ্রামের বাড়িতে আসলে স্বজনদের আহাজারীতে আকাশ ভারি হয়ে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎশ যশ চাকমা।
১৭ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
১১৩ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
১৩০ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৪২ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৪৭ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪৭ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫৬ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে
১৬৯ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে