হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের রাস্তার বেহাল দশায় ৩টি গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসী জানান ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার উত্তর দৌলতপুর ভায়া বাবনাকান্দি ও দিঘিরপাড় ৩ টি গ্রামের হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করছেন। এ রাস্তার পাশে দৌলতপুর গ্রামে ৪টি মসজিদ ও ১মাদ্রাসা এবং ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ পথচারী যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দৌলতপুর গ্রামের সাবেক মেম্বার ইয়ান উদ্দিন জানান, গত সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি'র ভাই জাবেদ গাজী বলেছিলেন আমার ভাই নির্বাচিত হলে সর্বপ্রথম দৌলতপুর গ্রামের রাস্তাটি পাকাকরণ করে দেয়া হবে।এমপি নির্বাচিত হবার পর গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি'র সাথে দেখা করে এলাকার জনপ্রতিনিধি ও এলাকার সচেতন নাগরিক রাস্তাটি পাকাকরণের জন্য অনুরোধ করা হলে রাস্তাটি পাকা হবে বলে আশ্বাস দেন। কিন্তুু আজ পর্যন্ত পর্যন্ত রাস্তাটি পাকাকরণ হয়নি।
৭৩৬ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭৬৭ দিন ৪১ মিনিট আগে
৭৮১ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭৮৪ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে
৭৮৪ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
৭৮৯ দিন ৩১ মিনিট আগে
৭৯২ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৭৯৭ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে