আশাশুনিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও শীতকালীন সবজি বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের রবি/২০২৫-২৬ মৌসুমে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ কৃষ্ণা রানী মণ্ডল।
অনুষ্ঠানের প্রথম পর্বে ২৫০ জন কৃষকের মধ্যে বেগুন, পালংশাক, লাল শাক, মটরশুটি, লাউ, মুলা ও বাটি শাকের বীজ বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মণ্ডল উপস্থিত ছিলেন।
আগামী সোমবার দ্বিতীয় পর্বে আরও ৪৪০ জন কৃষকের মধ্যে লাউ, বেগুন, মিষ্টিকুমড়া, শসা বীজসহ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।
কৃষি প্রণোদনা কর্মসূচির প্রভাব ও সম্ভাবনা
সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি আশাশুনির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য আশার আলো হয়ে উঠেছে। বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণের ফলে কৃষকরা উৎপাদন ব্যয় কিছুটা হলেও কমিয়ে আনতে পারবেন। একই সঙ্গে বসতবাড়িতে শাকসবজি উৎপাদন বাড়লে পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করবে এবং অতিরিক্ত ফসল বিক্রি করে কৃষকের অতিরিক্ত আয়ও নিশ্চিত হবে। এ ধরনের উদ্যোগ টেকসই কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন।
১১ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে