যশোরের অভয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক ও কৃষাণীদের ভাগ্যন্ন্নয়নে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট ফেজ-২ (এনএটিপি-২) এর আওতায় সোমবার ( ১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (খামার বাড়ি) সুশান্ত কুমার তরফদার।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পরিচালক (শষ্য) আবু তালহা, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়েদা নাসরিন জাহান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। সঞ্চালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (শ্রীধরপুর ইউনিয়ন) হাফিজা খানম।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিআইজি গ্রুপের ১৫০ জন কৃষক ও কৃষাণী এই কংগ্রেসে অংশগ্রহণ করেন। দুপুরে সম্মেলনের ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়।