তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায়, টঙ্গী, গাজীপুরের দাখিল-২০২৫ পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর মুহতারাম অধ্যক্ষ ড. মো: হেফজুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব মাওলানা মিজানুর রহমান।
তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)'র দাখিল শাখার সভাপতি মাসুম বিল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ টাকসু'র সম্মানিত ভিপি মুহাম্মদ ইকবাল কবির, অত্র মাদরাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মাওলানা সাইদুল ইসলাম , ড. সালমান ফারসি, মাওলানা নুরুল হক, জনাব ইসহাক আলী, টাকসুর জি এস সাইদুল ইসলাম, দাখিল পরীক্ষার্থীদের সম্মানিত শ্রেণী শিক্ষকগণ এবং টাকসু'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ টাকসু'র আয়োজনে জুলাই বিপ্লব কে স্মরণীয় করে রাখতে উক্ত ব্যাচের নাম 'ইনকিলাব' নির্ধারণ করা হয়।