রাজবাড়ী জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট বিভাগের ২১৮ নং কক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন। জবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ মোমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন শেখ। রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণের সাবেক সভাপতি সেলিম হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন ও জুয়েল মোল্লা।
উক্ত নবীন বরন ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রকল্যানটির সভাপতি মেহেদি হাসান মুন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবির দাস।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বই দিয়ে বরণ করে নেয় সংগঠনটির সাবেক সদস্যরা। এছাড়া রাজবাড়ী জেলার কৃতি সন্তান মামুন শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করে সংগঠনটি।
এসময় সংগঠনটির সাবেক সভাপতি, এম এ মোমিন বলেন, রাজবাড়ী জেলা ছাত্রকল্যান সমিতি একটি ঐতিহ্যবাহি সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠার পর থেকে রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সকল ধরনের বিপদে আপদে পাশে থাকার মাধ্যমে শিক্ষার্থীদের প্রানের সংগঠনে পরিণত হয়েছে।এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে সংগঠনটি।
১৯ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে