সরকারি বিএম কলেজ বরিশাল।
বিশেষ প্রতিযোগিতা "ছবি তোলা"!
📸 প্রতিযোগিতার নাম: ছবি তোলা।
📅 প্রতিযোগিতার তারিখ :
১৫/০৮/২০২৩ থেকে ৩০/০৮/২০২৩
ফলাফল দেওয়া হবে : ০৩/০৯/২০২৩
📍 প্রতিযোগিতার ধরণ: সরকারি বিএম কলেজের বিভিন্ন যায়গার ছবি।
🏆 প্রতিযোগিতার পুরস্কার: প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনের জন্য পুরুষ্কার হিসেবে থাকছে #লেকচার_পাবলিকেশন্স_লিঃ এর সৌজন্যে বই/ ক্লাস লেকচার ও লেকচার সাজেশন।
নিয়মাবলি:
১. আপনার তোলা ছবি এবং বিএম কলেজের বিভিন্ন স্থানের ছবি হতে হবে।
২. ৫০ শব্দের মন্তব্যসহ আপনার তোলা ছবিটি গ্রুপে পোস্ট করতে হবে।
৩. ছবিটি পোস্ট করার সময় প্রতিযোগীর নাম, কলেজ ও শিক্ষাবর্ষ উল্লেখ থাকতে হবে।
৪. ছবি যদি ডাউনলোড করা অথবা নকল করা হয় তাহলে উক্ত প্রতিযোগীর ছবি বাতিল বলে গণ্য হবে।
৫. পোস্টে ১০ জনকে মেনশন দিয়ে সেই পোস্ট নিজের প্রফাইলে শেয়ার করতে হবে এবং স্ক্রিনশটটি আমাদের এই পোস্টের মন্তব্য ঘরে জমা দিতে হবে।
৬. বিজয়ী হতে হলে পোস্টে অন্তত ৩০০ লাইক থাকতে হবে।
৭. আপনার ছবিটি মোবাইল দিয়ে তুলতে হবে, ক্যামেরার ছবি গ্রহনযোগ্য নয়।
🏁 বিজয়ী নির্ধারণ:
লাইক, কমেন্ট ও এডমিন প্যানেলের ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
১০৪ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
১১৮ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে
১৯৫ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
২১৩ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
২৪৫ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
৩০৪ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৩১৪ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৯৮ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে