শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া, ধানশাইল, ঝিনাইগাতী সদর এবং কাংশা ইউনিয়নে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীড্স) কর্মসূচির ৭টি সংলাপ কেন্দ্রে কিশোরীদের জন্য আয় বর্ধকমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীড্স প্রকল্প কি? সীড্স প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা করেন অনন্যা সাংমা এবং কৃষি প্রশিক্ষণে সহায়তা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার শামীম, খন্দকার মঞ্জুরুল হক, মো. আফাজ উদ্দিন, মো. রানা ও প্রাণী বিষয়ে সিএসপি (প্রাণী)গণ উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে সবজি চাষের জন্য জমি ও মাটি নির্বাচন, শৌখিন সবজি বাগান, বাণিজ্য সবজি বাগান, বিক্রয়মূলক সবজি বাগান এবং গবাদি পশুর বিভিন্ন সংক্রামক রোগে প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন। প্রশিক্ষণে মোট ১৬০ জন কিশোরী অংশগ্রহণ করে।
৬ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে