শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তার ২৩ নভেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামসহ উপজেলার অন্যান্য এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের নির্মিত ঘর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঘর এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বীরনিবাস নির্মাণ কাজ ও উপজেলা ভূমি অফিস এবং শহীদ নাজমুল আহসান স্মরণে নাজমুল স্মৃতি ফলকের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সকল কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন। এর আগে সকাল ১১টায় তিনি উপজেলার পূর্ব কাংশা প্রাথমিক বিদ্যালয় মাঠে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক উদ্বুদ্ধকরণে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও তিনি উপজেলা ভূমি অফিস চত্ত্বরে একটি গাছের চারা রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।
১২ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে