মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির অভিষেক ও নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক ডাবলু, সদস্য সচিব শিহাব সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য নিজাম গ্রেফতার যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে নোয়াখালীর জেলাপরিষদ চেয়ারম্যান পিন্টুর বাড়িতে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, যা মানব দেহের জন্য ক্ষতিকারক। স্নেহের তৃষ্ণা রাজশাহী ও রংপুর বিভাগীয় সমাবেশ ঘিরে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি সভা উলিপুরে ২০ মামলার মাদক কারবারি আটক ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ১০৫টি পরিবার পেল নতুন ঘর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ইবি শিবিরের মিষ্টি বিতরণ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি-সংগঠন নিষিদ্ধ করা যাবে, অধ্যাদেশ অনুমোদন সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, তাণ্ডব চালাবে দুই বিভাগে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মহাদ্দিস আবু তালহা (রহ:) এর কবর জিয়ারত ও স্মৃতিচারণ বরিশালে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় বিক্ষোভ তাপদাহে পুড়ছে মোংলা,প্রাণীকুলে নাভিশ্বাস শ্রীমঙ্গলে নারী মাদক ব্যবসায়ির বসতঘরে মিললো ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা, ইয়াবাসহ গ্রেফতার-৫

রাজবাড়ীর গোয়ালন্দে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।

রাজবাড়ীর গোয়ালন্দে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।

রাজবাড়ীর গোয়ালন্দে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।


মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:


দৌলতদিয়া আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাব আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


১০ মার্চ (রবিবার) রাত ৮ টায় তোরাপ শেখের পাড়ায় মধ‍্যরাত পর্যন্ত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


ফাইনাল খেলায় লাল তীর সীড লিমিটেড দল টসে জয়লাভ করে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন। ব‍্যাট করতে নেমে ১২ ওভার ব‍্যাটিং করে ২ উইকেটের বিনিময়ে ১৪২ রান করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে ইউনাইটেড সীড কোম্পানি দল ১৪৩ রানের জবাবে ব‍্যাট করতে নেমে ১২ ওভার ব‍্যাটিং করে সব কয়টি উইকেট হারিয়ে ৮৮ রান করতে সক্ষম হয়। ফলে লাল তীর সীড দল ৫৪ রানে জয় লাভ করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে ম‍্যাচ সেরা নির্বাচিত হন চ‍্যাম্পিয়ন দলের বিপু, সর্বোচ্চ উইকেট সংগাহক নির্বাচিত হন সহীদুল ইসলাম, সর্বোচ্চ রান সংগ্রাহক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ‍্যাম্পিয়ন দলের আসিফ, সেরা ক‍্যাচের পুরস্কার পান আকাশ ও রাসেল।


ফাইনাল খেলায় আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. হানিফ শেখ'র সঞ্চালনায় সভাপতি মো. রজব আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলিশ, দৌলতদিয়া ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রুহুল আমীন লাল, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল, আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ুন আহমেদ প্রমুখ।


ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ ও গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক মোল্লা।


খেলার ধারা বিবরণীতে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন ও সু-প্রভাত গোয়ালন্দ একাডেমীর সাধারণ সম্পাদক রেজাউল মুন্সী।


উপস্থিত অতিথিবৃন্দ চ‍্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন।  


টুর্নামেন্টের আহবায়ক হুমায়ুন আহমেদ জানান, এমন একটি টুর্নামেন্ট আয়োজন সফল করতে আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও খবর