মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির অভিষেক ও নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক ডাবলু, সদস্য সচিব শিহাব সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য নিজাম গ্রেফতার যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে নোয়াখালীর জেলাপরিষদ চেয়ারম্যান পিন্টুর বাড়িতে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, যা মানব দেহের জন্য ক্ষতিকারক। স্নেহের তৃষ্ণা রাজশাহী ও রংপুর বিভাগীয় সমাবেশ ঘিরে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি সভা উলিপুরে ২০ মামলার মাদক কারবারি আটক ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ১০৫টি পরিবার পেল নতুন ঘর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ইবি শিবিরের মিষ্টি বিতরণ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি-সংগঠন নিষিদ্ধ করা যাবে, অধ্যাদেশ অনুমোদন সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, তাণ্ডব চালাবে দুই বিভাগে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মহাদ্দিস আবু তালহা (রহ:) এর কবর জিয়ারত ও স্মৃতিচারণ বরিশালে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় বিক্ষোভ তাপদাহে পুড়ছে মোংলা,প্রাণীকুলে নাভিশ্বাস শ্রীমঙ্গলে নারী মাদক ব্যবসায়ির বসতঘরে মিললো ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা, ইয়াবাসহ গ্রেফতার-৫

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে রেলের ভবন জরাজীর্ণ অবস্থায়।

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে রেলের ভবন জরাজীর্ণ অবস্থায়।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে রেলের ভবন জরাজীর্ণ অবস্থায়।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট রেলস্টেশনের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে। সেই ভবনেই ঝুঁকি নিয়ে রেল স্টেশনের কর্মকর্তারা প্রতিনিয়ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবনটির বিভিন্ন স্থানে দেওয়াল ফাটল দেখা যাচ্ছে ও বারান্দা ও চালের  টিনের জং পড়ে বড় বড় ফুটো হয়ে গেছে। কোন রকম বৃষ্টি হলে সেখান দিয়ে বৃষ্টির পানি পড়ে। প্রয়োজনীয় আসবাবপত্রসহ নথিপত্র নষ্ট হচ্ছে। তাদের দাবি গোয়ালন্দর ঘাটের রেলস্টেশনের নতুন একটি ভবন নির্মাণ করা হোক।


স্থানীয়রা জানান, গোয়ালন্দ ঘাট রেলস্টেশনের ভবনটি অনেক পুরাতন। যার ফলে ভবনটির বিভিন্ন স্থান থেকে টিন ফুটো হয়ে গেছে। ভবনটির দেওয়াল বিভিন্ন স্থান থেকে ধসেধসে পড়ছে। ভবনের বারান্দা ও চালের টিন গুলো ফুটো হয়ে গেছে।ভবনটি নতুন করে সংস্কার না করা হলে যে কোন মুহূর্তে  ধ্সে পড়বে। তারপর আবার একে একে বন্ধ হয়ে গেছে গোয়ালন্দ ঘাট রেল স্টেশনে আগত ট্রেন। এখন শুধু একটি ট্রেনের জন্য অপেক্ষায় থাকতে হয় ঐতিহ্যবাহী রেলস্টেশনটিকে। এতে করে চরম বিপকে পড়েছে দক্ষিণবঙ্গে প্রবেশদ্বার খ্যাত ঐতিহ্যবাহী গোয়ালন্দ ঘাট রেলস্টেশন কেন্দ্রে করে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো।
মোঃ সোহেল মিয়া জানান, আমি ১৬ বছর যাবত এই স্টেশনে ছোট্ট একটি ব্যবসা করে আসছি। আমি দেখছি এই ভবনটির বিভিন্ন টিনের চালে বিভিন্ন স্থানে বড় বড় জংয়ের ফোটা দেখা দিয়েছে। কোন রকম বৃষ্টি হলে সেখান দিয়ে অঝরে পানি পড়েন। যাত্রীসহ স্টেশনে কর্মকর্তারা কেউ ঘরে বসে থাকতে পারেনা ভিজে যায়। ভবনের দেওয়ালো  কিছু কিছু স্থানে ধসে পড়ছে। সংস্কার করা না হলে ভবনটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ভবনটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।
হাসিনা বেগম বলেন  আমি ১৯ বছর ধরে এই স্টেশনে পিঠা বিক্রি করে আসছি। এই স্টেশনে দুপুরে কোন ট্রেন না থাকায় যাত্রীরা এসে ফিরে চলে যায়। স্টেশনের ভবনের টিনগুলো ফুটে হয়ে যাওয়া  বারান্দায় কোন যাত্রীরা বসতে পারে না।চালের টিন ফুটে হয়ে যাওয়ায় মাস্টার রুমে পানি পড়ে কাগজ পত্রসহ সকল জিনিসপত্র ভিজে যায়।তাই অতি জরুরিভাবে স্টেশনের ভবনটি সংস্কার করার দরকার।
আরেক ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন , আমি স্টেশনে ৩০ বছর যাবত ব্যবসা করে আসছি।স্টেশনের ভবনটির দেওয়াল গুলো ধসে পড়ছে জাগায় জাগায় টিন গুলো জং পড়ে নষ্ট হয়ে ফুটো হয়ে গেছে সেখান দিয়ে পানি পড়ে। সব জায়গায় স্টেশনগুলোতে  নতুন  ভবন হয়েছে আমাদের এই  স্টেশনে এখনো কোন  নতুন ভবন  হয়নি। তাই খুব তাড়াতাড়ি আমাদের এই স্টেশনে নতুন একটি সেড দরকার। নতুন একটি সেড হলে যাত্রীরা এসে বসতে পারবে।

গোয়ালন্দ ঘাট রেলস্টেশন মাষ্টার এস এম মনির আহমেদ বলেন,গোয়ালণ্দ ঘাট স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব আছি। স্টেশনের স্থাপনা গুলো অনেক দিনের পুরানো হওয়ায় অধিকাংশ জায়গা দিয়ে পানি পড়ে।১৯৮৪ সালে স্টেশনে ভবনটি তৈরি করা হয়েছে। বিশেষ করে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এই ভবনটি।অতি দ্রুত সংস্কার করা দরকার। আমরা আমাদের ঊর্ধ্বতম কতৃপক্ষকে জানিয়েছি বিষয়টি। তারা আশ্বস্ত করেছে অচিরেই ভবনটির সংস্কার করবে।
আরও খবর