পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করা হয়েছে। ২রা জুন রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ফাউন্ডেশন ফরসোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (FSDI) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম ক্ষতিগ্রস্তদের মাঝে ২ হাজার টাকা ও ত্রাণ সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাছাই করে তালিকা গঠন করতে হবে। সরকার ও প্রশাসন ক্ষতিগ্রস্ততের সহায়তায় আন্তরিক। গণহারে তালিকা না বানিয়ে বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের তালিকা গঠন করে সরকারি সহয়তা দেয়া হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।
২ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
২১ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
২২ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫৬ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
৬৭ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
৮১ দিন ৯ মিনিট আগে
৮৯ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে