নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

থাই-ভিসা জালিয়াতির পোস্ট মর্টেম



বিশ্বাস করুন-আপনি আমার দ্বীনি ভাই,

রাগ-জেদ,ঘৃণা-অভিমান,হিংসা-বিদ্বেষ, ক্ষোভ কোন কিছু থেকে আমার এই লেখনী নয়। আমার এই লেখনীর মূল উদ্দেশ্য আপনারা সবাই ফিরে আসুন সঠিক পথে।

তাই সবার কাছে অনুরোধ পোস্ট টা গভীর মনোযোগ সহকারে পড়ুন-


#আমি ইদানীং একটা বিষয় স্পষ্ট ভাবে লক্ষ্য করছি, সাদা কে সাদা এবং কালো কে কালো বলার সৎ সাহস মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলছে । এর বিপরীতে আমরা সর্বদা অন্যের সমালোচনায়/ গীবতে বিভোর হয়ে আছি।

এখন আসা যাক মূল কথায়-আপনারা যে বা যাহারা এই প্রতারণার সাথে জড়িত আছেন,আমি তাদেরকে বলবো অনেক হয়েছে,আর না;এখন একটু থামুন। নিজের আত্মসমালোচনা নিজেই করুন ;  নিজেই নিজেকে প্রশ্ন করুন আমি যেটা অবিরত করছি, এটি কী আসলেই ঠিক?

সুতরাং, উক্ত প্রশ্নের উত্তর হবে আমি/আমরা যেটি অবিরত করে যাচ্ছি এটি মোটেও ঠিক বা সমীচীন নয়। এখন আসুন এটি যদি মোটেও ঠিক নয়, তাহলে এর বর্তমান ও ভবিষ্যৎ কী?


বর্তমান:-

আমি যদি অতীত থেকে আমার বা আপনার বর্তমান শুরু করি, অতীতে আমার বা আপনার অবস্থা ছিল জিরো বর্তমানে অবস্থা হিরো। উদাহরণ স্বরুপ ধরে নিন, আপনাকে আমি চাকরি বা কাজ দিব এই বলে আপনার কাছ থেকে আপনার রক্ত পানি করা, ঘাম ঝড়ানো কষ্টের ১০ লক্ষ টাকা প্রতারণা করে নিয়ে নিলাম। শেষ অব্দি আপনাকে আমি কোন কিছুই দিলাম না। প্রতারণার কৌশল অবলম্বন করে আপনার টাকা সমূহ মেরে 

দিলাম। এখন আমার প্রশ্ন আপনি এবং আপনার পরিবারের অন্য সদস্যদের মানষিক অবস্থা কেমন হবে?আপনি এবং আপনার পরিবারের সদস্য সবাই মিলে অভিশাপ দিবেন আর দীর্ঘশ্বাস ফেলবেন। ঠিক তাই না?আপনার মানষিক অবস্থা যেমন হবে ঠিক আমাদের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাই যারা আমাদের দেশের অর্থনীতির চাকা কে সচল রাখে তাদের  মানষিক অবস্থাও একই হবে। এই বিষয়ে বিন্দু পরিমান সন্দেহ নেই।

বাহ্যিক চর্ম চোখে আপনার/আমার  মনে হবে আমার  তো আছে ব্যাগ ভর্তি টাকা, দামী ব্র‍্যান্ডের সব গাড়ি আর অট্টালিকা -প্রসাদ কিন্তু এর অন্তরালে আছে হাজারো রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘশ্বাস আর অভিশাপ। যার  জন্যে অচিরেই আমার / আপনার করুন পরিণতি হলেও হতে পারে এটা অস্বাভাবিক কিছুই না।

তাই আমার বা আপনার বর্তমান জীবন দীর্ঘশ্বাসে আর অভিশাপ নামক গ্লানিতে ভরা। মাজলুমের দীর্ঘশ্বাস অনেক ভয়ানক। 


ভবিষ্যৎ :-


এখন আমরা যা করছি এর বিনিময়ে আমরা আমাদের রানিং বা আপকামিং নেক্সট জেনেরেশন অর্থাৎ আমাদের সন্তান -সন্ততিকে এক কঠিন অন্ধকারের দিকে ঠেলা দিচ্ছি। যার খেসারত কিংবা মাসুল স্বয়ং আমাদেরকেই দিতে হবে।


এখন হয়ত আপনার পেশী শক্তি ভাল আছে, তাই সবকিছু নিরদ্বিধায় করে যাচ্ছেন। কিন্তু নির্দিষ্ট একটা বয়সে যখন আপনার হৃদযন্ত্রের ক্রিয়া শ্লথ হয়ে আসবে,কণ্ঠনালির শক্তি কমে যাবে, পায়ের পাতা থেকে মস্তিস্কের নিউরন সমূহ ড্যামেজ সহ পুরো শরীর যখন প্যারালাইজড হয়ে আসবে, তখন আপনার মনে হবে যা করছি সবে ধোকা বৈ কিছুই ছিল না।

মৃত্যু পরবর্তী জীবন নিয়ে একটু ভাবুন!আমি কি করছি আর কার জন্যেই বা করছি। আমার আমলনামার হিসাব তো আমাকে দিতে হবে। মৃত্যু পরবর্তী জীবন কে অনেকে গন্যই করে না,  বলে কি আর হবে মানুষের যা হবে আমারও তাই হবে। ভাই,মুখে বলাটা সহজ কিন্তু বাস্তবতা অনেক কঠিন।  দুনিয়ার ৫০ হাজার দিন মিলে কেয়ামতের ১ দিন,  পৃথিবীর তুলনায় ১৩ লক্ষ গুন বড় সূর্য যার কেন্দ্রের তাপমাত্রা ১৫ লক্ষ ডিগ্রী সেলসিয়াস  যখন মাথার কিছু উপর থেকে তাপ দিবে সেদিন আমাদের কোন যুক্তি খাটবে না! আর এই দুর্দিনে প্রতারণা করে যাদের কাছে টাকা নিয়েছি তাদের ঋনের টাকা আমার আমলনামার নেক দিয়ে শোধ দিতে গিয়ে আমার আমলনামা হয়ে যাবে রিক্ত/শূন্য।  ভাবুন তো! কী এক ভয়ংকর অবস্থা হবে সেদিন,কেউই আপনার পাশে থাকবে না। বিশ্বাস করুন-আপনি আমার দ্বীনি ভাই,

রাগ-জেদ,ঘৃণা-অভিমান,হিংসা-বিদ্বেষ, ক্ষোভ কোন কিছু থেকে আমার এই লেখনী নয়। আমার এই লেখনীর মূল উদ্দেশ্য আপনারা সবাই ফিরে আসুন সঠিক পথে।


লেখক: ময়নুল ইসলাম ময়েন

আরও খবর