অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ

কিশোরগঞ্জে রাস্তা সংস্কার কাজে অনিয়ম




নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে  অফিসের যোগসাজশে  নিম্নমানের সামগ্রী  দিয়ে কাজ করছেন ঠিকাদার। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

সরেজমিনে গিয়ে জানা যায়,  উপজেলার চাঁদখানা ইউনিয়নের চারমাথার মোড়স্থ নর্থ পোল্টির সামন থেকে দেবিরবাজার পর্যন্ত আড়াই কিলোমিটার পাকা সড়কের সংস্কার কাজ চলছে। দরপত্র দাখিল করে মূলত কাজটি পেয়েছেন ডোমার উপজেলার  চিকন মাটি বাজারের  নাইকো এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।ঠিকাদার বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে গতকাল মঙ্গলবার এলাকাবাসী  কাজটি বন্ধ করে দেন। ঠিকাদার প্রভাবশালী হওয়ায়   মামলার ভয় দেখিয়ে  কাজ  চালিয়ে যাচ্ছে।স্থানীদের  অভিযোগ -সংস্কার  কাজে যে মালামাল ব্যবহার করা হয়েছে তা সম্পূন ব্যবহারের অযোগ্য। সড়ক সংস্কারে নিম্নমানের ইট ও ইটের খোয়া ফেলা হয়েছে। তাছাড়া অনেক জায়গায় সমান ভাবে বালু না ফেলে ইটের খোয়া ফেলা হয়েছে। ইট ও খোয়া খুবই নিম্নমানের ব্যবহার করা হয়েছে । এমনকি রোলারের ব্যবহার সঠিকভাবে হয় নি ।  কাপের্টিং সময় তেল ব্যবহার করা হয়নি। নিম্নমানের পিচ (বিটমিন) ব্যবহার করা হয়েছে। এমন মনগড়া কাজে সড়ক কতটা দীর্ঘস্থায়ী হবে এমন প্রশ্ন এখন জনমনে ঘোরপাক খাচ্ছে।

চারমাথা এলাকার  বাসিন্দা মানিক বৈশ্য  বলেন – রাস্তার কাজ যেভাবে হচ্ছে তাতে বেশিদিন ঠিকবে না। নিম্নমানে সব কিছু ব্যবহার করা হচ্ছে এই সড়কে। কেউ কথা বললে ঠিকাদার মামলার ভয় দেখায় পুলিশ আনে। তাই আর এলাকাবসী কেউ কথা বলে না। অফিসের লোকও ওদের পাশে। 

আবাজ উদ্দিন নামে এক বাসিন্দা  বলেন -  তেল ছাড়া কাজ করছে। কাজ তো ভাল হচ্ছে না । কাজ ভালো কথা বললে পুলিশের ভয় দেখায়। 

উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী নিশাদ আলী  বলেন, উদ্ধর্তন কর্মকর্তার অনুমতি ছাড়া আমি কথা বলতে পারব না। 

উপজেলা এলজিইডির প্রকৌশলী  মাহমুদুল  হাসান   বলেন, এলকাবাসী কাজে বাধা দেয়ার কথা শুনছি তবে এখন আমরা কাজ বুঝে নেইনি।কাজ নিম্ন মানের হলে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা গ্রহণ  করা হবে। 




আরও খবর