ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি বরিশালে সিটি মেয়র ঘোষনার আবেদন খারিজ বাহারের শূন্যতায় নোয়াখালীর সংবাদপত্র বিপণন ব্যাহত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র আদমদীঘিতে নাগর নদীর তলদেশ থেকে উত্তোলন করা বিপুল বালু জব্দ শ্রীপুরের জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান আদমদীঘিতে প্রধান শিক্ষককে মারপিটের বিচার দাবীতে মানববন্ধন সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু

ডোমারে রেললাইনের ফিসপ্লেট খুলে নিয়েছে দুর্বৃত্তরা

নীলফামারীর ডোমার-চিলাহাটি রেলপথে লাইনের ৭২টি ফিসপ্লেট খুলে নিয়েছে দুর্বৃত্তরা। ফিসপ্লেট খোলার আওয়াজে এলাকাবাসী এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। বড় দুর্ঘটনা থেকে রক্ষায় ট্রেন থামিয়ে দেয় উপস্থিত জনতা।

বুধবার (১৩ই ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার পর উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ডোমার-চিলাহাটি রেলপথে ঘটনাটি ঘটে। রাতের বেলা রেললাইনের লোহা খোলার শব্দ শুনতে পায় আশেপাশের লোকজন। লাইট নিয়ে এগিয়ে গেলে দেখতে পায়, কয়েকজন রেললাইনের ফিসপ্লেট পিন খুলছে। লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এমতাবস্থায় ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলের কাছে পৌঁছে যায়। ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনটি পার হয়ে যায়।

স্থানীয়রা জানান, নীলসাগর ট্রেন কোনোভাবে চলে যাওয়ার আধঘণ্টা পর খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছিল। ঘটনাস্থলের ৩/৪ শত লোক বিভিন্নভাবে সংকেত দিয়ে ট্রেনটি থামায়।

৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, আমি গিয়ে রেললাইনের বিভিন্ন স্থানে ফিসপ্লেট ক্লিপ খোলা অবস্থায় দেখতে পাই। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সংশ্লিষ্টরা জানায়, রেললাইনের একটি পর একটি করে মোট ৭২টি ফিসপ্লেট পিন খোলা হয়েছে। যার মাঝে একটি বস্তায় ৩০টির মতো লোহার ফিসপ্লেট পিন খুঁজে পাওয়া গেছে। রেল শ্রমিকদের প্রচেষ্টায় ফিসপ্লেটগুলো সংস্কার করে দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এলাকাবাসী টের না পেলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এক্ষেত্রে ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের সম্ভাবনা বেশি থাকতো।

এব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ জানান, আমি ঘটনাস্থলে দেখতে পাই রেললাইনের প্রায় ৭২টি ফিসপ্লেট খোলা হয়েছে। আমাদের ডোমারের ‍ওপর দিয়ে রেললাইনের একটি বড় অংশ গেছে। আমরা সরকারকে অবহিত করবো, যাতে যে স্থান দিয়ে রেললাইন গেছে সে স্থানের নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি তারা আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবেন, আমরা তাদেরকে সে ধরনের সহযোগিতা প্রদান করব।

এবিষয়ে নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টার পর ট্রেনটি সেখান থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার রেলওয়ে স্টেশনে।

আরও খবর