গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

ডোমারে গোপনে নিয়োগ পরীক্ষা নেওয়ার সময়,অবরুদ্ধ প্রধান শিক্ষক

 নীলফামারীর ডোমারে গোপনে নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগে স্থানীয় ও চাকুরী আবেদন প্রাথরীরা এক প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কক্ষে অবরুদ্ধ করে রাখে। এসময় পরিস্থিতি বেগতিক দেখে নিয়োগ বোর্ড এর প্রতিনিধি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দ্রুত নিয়োগ পরীক্ষাস্থল ত্যাগ করেন। পরে নিয়োগ পরীক্ষা বন্ধের নোটিশ দিয়ে ছাড়া পায় ওই প্রধান শিক্ষক। অবরুদ্ধ প্রধান শিক্ষকের নাম দিনেশ চন্দ্র রায়। তিনি উপজেলার বড় রাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। 

ইতিপূর্বেও উক্ত নিয়োগ পরীক্ষায় অর্থ লেনদেন করার অভিযোগে চাকুরী প্রাথরীদের প্রতিরোধে নিয়োগ পরীক্ষা স্থগিত ও ওই প্রধান শিক্ষক অবরুদ্ধ হলে, পুলিশ হেফাজতে ঘটনাস্থল হতে তাকে সরে নেওয়া হয়েছিল। 

সোমবার(৫জুন) বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বড় রাউতা উচ্চ বিদ্যালয়ে। সরেজমিনে গিয়ে কথা হলে ম্যানেজিং কমিটির সদস্য মোজাম্মেল হক সাহেব বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, নিরাপত্তা কমরী ও অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আমরা জানি না। উক্ত বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে গোপনে মিটিং করে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ে ও নিয়োগ কমিটি তৈরি করে। কোন মিটিং কিংবা রেজুলেশন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন গোপনে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক মোটা অংকের অর্থ লেনদেন করে পছন্দনীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়ার পায়তারা করছে।

ম্যানেজিং কমিটির আরেক সদস্য মো. জাকারিয়া বলেন, ইতিপূর্বেও অনিয়মের কারনে নিয়োগ পরীক্ষা বন্ধ হয়েছিল। সেসময় ওই বিদ্যালয়ের জমিদাতা সদস্য ও চাকুরী প্রাথরী জাহিদুল ইসলাম ইউএনও,মাধ্যমিক শিক্ষা কর্মকতার্, উপজেলা চেয়ারম্যান,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার্সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন। সব কিছুতেই তোয়াক্কা না করে আবারো নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়ে গোপনে পছন্দনীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়ার চেষ্টা করে। পরে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে একটি নোটিশ প্রদান করেন।

চাকুরী পরীক্ষার্থী শাকিল ইসলাম জানান, গত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমি নৈশ্য প্রহরী পদে আবেদন করি। পরে জানতে পারি সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমি প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, পরবতর্ীতে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু আজ জানতে পারলাম নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এবারের বিজ্ঞপ্তির কথা জানতেই পারিনি। 

প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায় মুঠোফোনে বলেন, নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তুতিকালে জাহিদুল ইসলাম ও তার দুই ছেলের হট্টগোলের কারনে পরীক্ষা নেওয়ার পরিবেশ নষ্ট হওয়ার, পরীক্ষা স্থগিত করা হয়েছে। ম্যানেজিং কমিটির দুই সদস্যের অভিযোগের বিষয়ে জানান,বিদ্যালয়ের সভাপতির বাসায় তাদের নিয়ে নিয়োগ বিষয়ে কথা হয়েছে। তারা বিষয়টি অবগত আছেন।

এবিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম বলেন, অফিস রুমে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত বিজ্ঞপ্তির একটি পদ স্থগিত রেখে নতুন করে নিয়োগ দেওয়ার সময় পূর্বের আবেদন কারী পরীক্ষার্থীরা জানতে পেরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে হট্টগোল শুরু করে। পরে পরীক্ষা নেয়ার সুষ্ঠ পরিবেশ না থাকায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আরও খবর