আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার (৬ জানুয়ারি ) সকালে লক্ষ্মীপুরের ৪ টি সংসদীয় এলাকার ৪৭৭টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয়। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমোচনীয় কালি। তবে এদিন দুর্গম চরাঞ্চলের ৪টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয় বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এর আগে গতকাল শুক্রবার দুপুরে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
এদিন জেলার ৪টি আসনের ৪৭৭টি কেন্দ্রের কোন কেন্দ্রই ঝুকিপূর্ণ নয় দাবী করে পুলিশ। তবে কিছু কেন্দ্রকে গুরুত্বপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে সকল ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।
জানা যায়, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জেলায় সেনাবাহিনীর ৩৪৫ জন সদস্য, ১০ প্লাটুন বিজিবি, র্যাবের ৮টি পেট্টোল টিম, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।
প্রসঙ্গত :
জেলার ৪টি আসনে মোট ৩০জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৯৫৬জন।
১২ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৪ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৭ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৭ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
৩৮ দিন ২ ঘন্টা ৫৪ মিনিট আগে