নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলিয়ারচরে সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ওসি সারোয়ার জাহানের মতবিনিময়

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।

সরকারী আদেশে নিকলী থানা থেকে বদলী হয়ে গত ১৩ ডিসেম্বর বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে কুলিয়ারচর থানায় যোগদান করে দ্বায়িত্ব বুঝে নেওয়ারপর (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি।

এসময় স্থানীয় সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. রফিক উদ্দিন, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দি নিউজ স্টুডে প্রতিনিধি আহমেদ ফারুক, বিজয় টিভি প্রতিনিধি মো. আনোয়ারুল হক আমান, ভোরের আলো প্রতিনিধি মুহাম্মদ কাইয়ুম হাসান, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মৌসুমী আক্তার, দৈনিক স্বাধীন মত প্রতিনিধি শাহীন সুলতানা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. মহিউদ্দিন লিটন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি নুরুন্নবী ভূইয়া, দৈনিক ভোরের বাংলা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি লোকমান হোসাইন, দৈনিক বাংলার অধিকার জেলা প্রতিনিধি মো. আলী সোহেল, দৈনিক জাগো প্রতিদিন প্রতিনিধি মো. সবুজ মিয়া, মুক্তিযোদ্ধা চেতনা টিভি প্রতিনিধি মো. ফোরকান মিয়া ও দৈনিক দেশ প্রতিদিন স্টাফ রিপোর্টার আবদুল গাফফার সহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।

সাংবাদিকদের উদ্দেশ্যে নবযোগদাকৃত ওসি মো. সারোয়ার জাহান বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজ থেকে অপরাধ মুক্ত করতে হলে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। মাদক, জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে আমার অবস্থান থাকবে জিরো টলারেন্সে। আমরা আপরাধীকে ঘৃণা না করে অপরাধকে ঘৃণা করবো। কুলিয়ারচরবসী আমার নিকট তাদের প্রাপ্য অধিকার পাবে। কুলিয়ারচর থানাবাসীকে সব সময় সর্বোচ্চ সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এছাড়া দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জানা যায়, মো. সারোয়ার জাহান এর আগে গত ৪ মে নিকলী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার বুঝে নেয়।

এর আগে তিনি ২০২০ সালের ৩ অক্টোবর থেকে দীর্ঘ আড়াই বছর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

ওই সময়ে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ঘুষ ও দালালমুক্ত থানা প্রতিষ্ঠার জন্য নিবেদিত থেকে মাদক, সন্ত্রাস, জুয়া, গরু চুরি ও মোটর সাইকেল চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এর ফলশ্রতিতে তিনি আটবার কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।

এছাড়া একের পর এক চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতা ও আসামি গ্রেপ্তারে কুশলতার পরিচয় দিয়ে মো. সারোয়ার জাহান একজন আলোচিত পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি ক্লুলেস হত্যাসহ অনেক ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছেন। সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঞ্চল্যকর মো. ইসমাইল (৪০) হত্যার রহস্য উদঘাটন ও ঘাতককে গ্রেপ্তার করেছেন তিনি।

মো. সারোয়ার জাহান এর আগে বাজিতপুর ও পাকুন্দিয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখন তিনি ১১ বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত ও পুরস্কৃত হন। 

এছাড়া তিনি তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন। 

মো. সারোয়ার জাহান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গর্বিত সন্তান।

আরও খবর