গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জেরে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা

মোঃ আবুবকর সিদ্দিক,কয়রা খুলনা প্রতিনিধিঃ

খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের  কুচির মোড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শামীমা নাসরিন (৩৫) এর শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় ভুক্তভোগী কর্তৃক কয়রা থানায় মামলা করা হয়েছে।


গত শনিবার সন্ধ্যায় কয়রা থানায় ভিকটিম বাদী হয়ে এসিড নিক্ষেপকারীদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় এজাহার অনুযায়ী জমি-জমা সংক্রান্ত  দীর্ঘদিনের বিরোধ চলে আসা এলাকার প্রভাবশালী খালেক গংদের ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। তারা হলো, আব্দুল খালেক গাজী (৪৫), সাইফুল গাজী (২৭), আব্দুল মালেক গাজী (৩৫) ও নুর আলম গাজী (৪৫)।


ভুক্তভোগীর বড় সন্তান জাফরের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, খালেক গংরা অত্যন্ত প্রভাবশালী, তারা কাউকে পরোয়া করে চলেনা। তারা সবসময়ই তাদের বাড়ি থেকে বিতাড়িত করার জন্য জীবন নাশের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে গত ২২/০৯/২০২২ ইং তারিখে কয়রা থানায় একটা জিডি করা হয়, জিডি নম্বর- ৯৮৩। জিডি করার পর উক্ত খালেক গংরা আরো বেপরোয়া হয়ে এমন জঘন্য কাজ করেছে। তিনি আকুতি করে বলেন আমরা জায়গা ছেড়ে চলে যাবো কারন আমটা বাচতে চায়। ওখানে থাকলে স্থানীয় প্রভাবশালী ও খালেক গংরা জীবনে শেষ করে দিবে।


এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বলেন, বর্তমানে ওই ভুক্তভোগী নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখান আমরা যেয়ে স্বাক্ষাত করে মামলা দিতে বলি। পরে ওই ভুক্তভোগ নারী হাসপাতাল থেকে  লিখিত অভিযোগ পাঠিয়েছেন। উক্ত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।তিনি আরও বলেন, খুব বড় কিছু মনে হয়নি। হাসপাতালের ডাক্তার বলেছেন, অবস্থা আশংকাজনক নয় এবং এসিড কিনা তিনি নিশ্চিত নন।


ঘটনাটি কয়রার ম‌হেশ্বরীপুর ইউনিয়নের গিলাবা‌ড়ি কু‌চির মোড় এলাকায় নিজ বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত ৩ টার দি‌কে এসিড নি‌ক্ষে‌পের।


ইতিপূর্বে গত ১১ জুলাই সকালে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালীরা এই গৃহবধূকে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে এনে গাছের সাথে বেধে বিবস্ত্র করে ব্যপক  মারধোর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনা নিয়ে  বিভিন্ন মি‌ডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশ ও প্রচারের পর থানায় মামলা নেয় পুলিশ।

Tag
আরও খবর