ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভেরিফাইড আইডি হঠাৎ করে ফেসবুক থেকে উধাও হয়ে গেছে। শনিবার রাত ১০টার পর থেকে আইডিটি নিষ্ক্রিয় দেখাচ্ছে। বিকাল ৫টার দিকে ফেসবুকে আইডিটি সচল দেখা যায়নি।
ডরিনের দাবি, তিনি তার ব্যবহৃত আইডি চালু করতে পারছেন না।
এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, তিনি শনিবার রাত ১০টার পর থেকে আইডিতে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি ঢাকার ডিবি পুলিশকে জানিয়েছেন। তার একটাই ফেসবুক আইডি এবং সেটি ভেরিফাইড। আইডি হ্যাক হয়েছে কিনা সেটিও তিনি নিশ্চিত না।
তিনি আরও বলেন, অনেক চেষ্টা করেছি আইডি সচল করতে কিন্তু পারছি না। বাবার হত্যার বিচার চেয়ে তিনি পোস্ট করতেন এবং আপডেট জানাতেন। জড়িতদের নিয়ে বিভিন্ন পোস্ট করে প্রতিবাদ জানাতেন। সেটি রুখে দিতে ঘাতকেরা আইডিতে রিপোর্ট মেরে বন্ধ করে দিয়েছে বলে ধারণা করছেন তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ ব্যাপারে এমপিকন্যা ডরিন আইনগত সহায়তা চাইলে সেটা প্রদান করা হবে।
১ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে