গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

ইসলামপুরে দলীয় কোন্দলে পৃথক পৃথক স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় দলীয় কোন্দলের জের ধরে পৃথক পৃথক স্থানে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম

প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে। নানা ধরনের ব্যানার-ফেসটুনসহ মিছিলে মিছিলে কর্মীদের পদচারণায় কানায় কানায় ভরে উঠে অনুষ্ঠানস্থল।



রোববার (২৭ অক্টােবর) বেলা ১১টার দিকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মার্কাস মসজিদ রোডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন 

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। 


উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মাহফুদুজ্জামান লুলু, যুগ্ম আহবায়ক ছামিউল হক লাভলু এবং হামিদুর রহমান মলিন।


অপরদিকে, একইদিন বিকেল ৩টার দিকে স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দলের একাংশের নেতা-কর্মীরা। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম।


এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, এবং পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার।

পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাওয়াত হোসেন সুজনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিক  সেলিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকিউল ইসলাম তিব্বত, সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক পৌর কমিশনার মাহবুবুল হক, পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহীন প্রমূখ।


উল্লেখ্য, দলীয় কুন্দলের জের ধরে পৃথক পৃথক স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলেও বক্তারা সংগঠনকে সুসংগঠিত করতে আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তাঁরা বলে, 'শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের লক্ষে সকলকে সজাগ থাকতে হবে।'

পৃথক স্থানেই বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাহফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক পৃথকভাবে পালন করার বিষয়ে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন বলেন, 'বেলা ১১টায় আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। পরে শোনেছি বিকেলে নাকি কিছু সংখ্যক নেতা-কর্মী ডাক বাংলোতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে অনুষ্ঠান করেছেন। তাঁরা প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করতে পারেন না। কারণ বিএনপিসহ প্রতিটি অঙ্গ-সংগঠনের কমিটির তালিকাভুক্ত নেতা-কর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন।'


উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী বলেন, 'নীতিগত অধিকারের আছে বলেই আমরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। দলকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি। এতে কে কী ভাবল, সেটাতে কিছু আসে যায় না। '



আরও খবর