গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

সরিষাবাড়ীতে রাস্তা নিয়ে দ্বন্দ্বে বসতবাড়ীতে হামলা-ভাংচুর, লুটপাট

জামালপুরের সরিষাবাড়ীতে জোরপূর্বক জায়গা দখল করে যাতায়াতের রাস্তা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফুরকান আলম নামে এক ব্যক্তির বাড়ি ঘরে হামলা-ভাংচুর ও লুটতারাজ করছে রুবেল বাহিনী নামে এক সন্ত্রাসীর দল।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে পৌরসভার বাউসী উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে। পরবর্তীতে ঐ দিন রাতেই সরিষাবাড়ী থানায় সন্ত্রাসী রুবেল মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ফুরকান আলম।

অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়,

বাউসী উত্তর এলাকার আজিজুর রহমানে ছেলে ফুরকান আলম খানের সাথে প্রতিবেশী সোনাহর খানের ছেলে রুবেল মিয়া, আরমান ও বাবুর দীর্ঘদিন যাবত যাতায়াত রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরে সোমবার বিকালে ফুরকান আলম খানের বসতবাড়িতে রুবেল মিয়ার নেতৃত্বে আরমান, বাবু, সাইফুল, ও সাইদ সহ ২০/২৫জন সন্ত্রাসীর দল রাম দা, লাঠিসোটা নিয়ে হামলা করে। এসময় তারা রাম দা দিয়ে কুপিয়ে দুটি বসতঘর তছনছ করে এবং ৪০টি সুপারি গাছের চারা কেটে ফেলে। এছাড়াও ঘর থেকে স্বর্ণ অলংকার সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এতে তার সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।


ফুরকানের স্ত্রী নাজমা বেগম বলেন, ‘আমরা পরিবারের সকলেই জামালপুরে গিয়েছিলাম একটি বিশেষ কাজে। সেখান থেকে এসে খাওয়া-দাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম ঘরে। হঠাৎই অতর্কিত ভাবে রুবেলের নেতৃত্বে ২০-৩০ জন লোক দেশীয় অস্ত্র রাম-দা লোহার রড, চাইনিজ কুড়াল, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। দুটি ঘর কুপিয়ে তছনছ করেছে এবং যাওয়ার সময় প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান।

এঘটনায় বিষয়ে ফুরকান খান বলেন, ‘চলতি বছরের ১৭ এপ্রিল পৌর মেয়র মনির উদ্দিন এর সহযোগিতায় জোর করে বাড়ির জায়গা দখল করে তাদের যাতায়াতের রাস্তা তৈরি করে নেয়। আমি বিএনপির একজন সমর্থক বলে ওই সময় কিছু বলতে পারিনি। আজ আমার বাড়ির সীমানার জায়গা আমি পুনরুদ্ধার করায়। রুবেল, আরমান ও বাবু তাদের সন্ত্রাসী দলবল নিয়ে অতর্কিত বাড়িতে হামলা করে।

এব্যাপারে অভিযুক্ত রুবেল মিয়ার বক্তব্য নিতে গেলে কাউকে বাড়িতে পাওয়া যায়নি। জানা যায় তাদের পরিবারের সবাই বাড়ি ছেড়ে গাঁ ডাকা দিয়েছেন।

এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চাঁদ মিয়া বলেন, এমন ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



আরও খবর