জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ আবদুর রশীদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
ভাটারা সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবদুর রশীদ।
ভাটারা সমিতির সভাপতি আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মোঃ হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন, সহ প্রচার সম্পাদক তারিকুল ইসলাম নিটোল, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, ভাটারা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান, ব্যারিস্টার হাসিব সিদ্দিক প্রমুখ।
৬ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৯ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
২০ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে
২০ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
২০ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে
২৩ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে