মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ- জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল লুডু’র মাধ্যমে জুয়া খেলাকে কেন্দ্র করে রিফাত মিয়া (১৫) নামে এক কিশোরকে হত্যার ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২সেপ্টেম্বর) দুপুরে সেই নারীকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নারী হলেন- ঘাতক রাহাতে মা আফরোজা বেগম (৪৫)।
এঘটনায় নিহত রিফাতের মা মঞ্জুরা বেগম শুক্রবার সকালে ‘ঘাতক রাহাতকে প্রধান আসামী’ করে ৪ জনের নাম দিয়ে এবং আরো ৫ জনকে অঙ্গাত করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পৌরসভার বলারদিয়ার গ্রামের মানসিক রোগি আশরাফ হোসেনের ছেলে রিফাত মিয়া ও একই গ্রামের সুলতান মিয়ার ছেলে রাহাত মিয়া। তারা উভয়ে মিলে গত বুধবার রাতে বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে মোবাইলে লুডু গেমের মাধ্যমে জুয়া খেলতে ছিল। হঠাৎ তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি-হাতাহাতি শুরু হয়। এর মাঝে রাহাত একটি কাঠের পিঁড়ি দিয়ে রিফাতের মাথায় স্বজোরে আঘাত করে। এতে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দিগপাইত এলাকায় তার মৃত্যু হয়।
এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, মোবাইলে লুডু খেলা নিয়ে রিফাত খুন হয়। এঘটনায় থানার সকল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে একজন নারী আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
৫ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১৯ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২০ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
২০ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
২২ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে