গাজীপুরের কাপাসিয়ায় টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে টোকের মানব উন্নয়ন চত্ত্বর, ডুমদিয়া উত্তরপাড়ায়- ফোরাম অফিস ও পাঠাগারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের সভাপতি মোহাম্মদ মনজুরুল হক গাজীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. নূরুজ্জামান হুমায়ুনের সঞ্চালনায় এ আলোচনা সভায় কোরআন তেলাওয়াত করেন ছাত্র সদস্য মোহাম্মদ আবদুল্লাহ হক গাজী।
ফোরাম-পাঠাগারের আজীবন সদস্যবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও জীবনী, শোক দিবসের দুঃখজনক বিষয় সম্পর্কে এবং এ ফোরাম-পাঠাগারের ভবিষ্যৎ কার্যক্রম ও উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন। আলোচনায় অংশ নেন ফোরাম পাঠাগারের কোষাধ্যক্ষ- টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুফতি মাওলানা মো. আব্দুর রহিম, উজলী দিঘীরপাড় জেইউ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এবিএম নুরুল ইসলাম, ফোরাম পাঠাগারের সহ-সভাপতি আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-টোক নয়ন বাজার ও আমরাইদ বাজার আউটলেট- এজেন্ট শাখার এজেন্ট মো. নাঈম হোসেন, ফোরাম পাঠাগারের প্রচার, প্রকাশনা ও দপ্তর বিষয়ক সম্পাদক কবি ও সাংবাদিক মো. জাকির হোসেন রিংকু, উজলী দিঘীরপাড় জেইউ আলিম মাদ্রাসার শিক্ষক ক্বারী মো.জিয়াউল হক, ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আবু বকর ছিদ্দিক প্রমুখ।
১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যবৃন্দ এবং স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী সকলের পরকালীন শান্তি ও মুক্তি কামনা করে মোনাজাত করেন মাওলানা জিয়াউল হক। অনুষ্ঠানে এলাকার মুরুব্বিগণ এবং টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের ছাত্র সদস্যরা উপস্থিত ছিলেন।
২৮ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে
৩৩ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৪ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
৪২ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
৭৯ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
২০১ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
২৩৬ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
২৩৭ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে