৩০ জুলাই ২০২৩ খ্রি. পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩। "মানুষই মুখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন, ফরিদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্লী কবি জসীমউদ্দীন হলে এসে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জনাব শামীম হোসেন, উপ-পরিচালক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় স্বাগত বক্তব্য রাখেন জনাব অমিত দেবনাথ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর।
উল্লেখ্য যে, এসময় উপস্থিত থাকা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে শপথ বাক্য পাঠ করানো হয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন প্রফেসর জনাব মোঃ ফজলুল হক খাঁন, অধ্যক্ষ, সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর, জনাব প্রশান্ত কুমার সরকার, জেলা মৎস্য কর্মকর্তা, ফরিদপুর, জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুরসহ অন্যান্য সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
১৮ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৩ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে
৯৩ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭১ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১৭২ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১৭৮ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
১৯৫ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৯৫ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে