ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাছার ডাঙ্গী গ্রামে গতকাল রবিবার (১৯ জুন) গভীর রাতে আব্দুল হালিম খানের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ২টি টিনের বসত ঘরসহ ১টি গোয়াল ঘর ও ১টি রান্না ঘর ভষ্মিভুত হয়। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয় বলে এলাকাবাসীর ধারনা করছে। অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি। জানাগেছে গোয়াল ঘরে থাকা ১টি গরু, ৪টি ছাগল শতাধিক হাঁস মুরগী এবং বসত ঘরে থাকা সকল আসবাবপত্র ফসলাদী ও নগদ প্রায় ৫০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ ছালাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগীতায় ১ ঘন্টা নিরলস চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও কোন কিছুই উদ্ধার করতে পারেনি। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারের ৫ সদস্য খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ পরিবারের সাহায্যের জন্য সরকারী বা বেসরকারী কোন সংস্থা এগিয়ে আসেননি।
১৮ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৩ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯৩ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭১ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭২ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
১৭৮ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৯৫ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
১৯৫ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে