রাজধানী ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর বেধড়ক মারধরে ময়না বেগম (৩২) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী তৈমুর রহমানকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বুধবার (১ মে) রাত ৮টার দিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে নিহত ময়না বেগম (৩২)এর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এর আগে একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট বুড়িরবাজার টাইগার কলোনি এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ময়না বেগম আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় গ্রামীণ নিটওয়্যার লি. নামের একটি গার্মেন্টস কারখানায় ক্লিনার পদে কাজ করতেন।গ্রেপ্তার স্বামী তৈমুর রহমান পেশায় একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুরের নিরাপাড়া গ্রামে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান দৈনিক দেশচিত্র কে বলেন, বুধবার বিকালে পারিবারিক কলহের জেরে কথা কাটাকটির একপর্যায়ে ময়না বেগমকে মারধর করে তার স্বামী তৈমুর রহমান। পরে আহত অবস্থায় ময়না বেগমকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কিল-ঘুষির আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
২ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
১৯ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৯ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৪ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৩৬ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে