একটা দিনে দারুন বিষন্নতা নিয়ে
তোমার কাছে গিয়ে-
জানতে চেয়েছিলাম,
ভাগ্যে যদি বিচ্ছেদ থাকে,
অপরিচিত হয় দেখা কোনো রাস্তার বাঁকে।
তখনও কি তোমার সুন্দর হাসিটা থাকবে মুখে,
নাকি বিরক্তি ঘৃণার ঝড় উঠবে বুকে?
তুমি বলেছিলে এক গাল হেসে-
যদি কখনো বিচ্ছেদ আসে,
তখনও যাবে আমাকেই ভালোবেসে।
অবশেষে কোনো একদিন-
আমার একাকীত্বের শহরে,
অপরিচিত হয়ে আমাদের হলো আবারও দেখা,
মিলে গেলো লিখে রাখা কবিতার কথা।
বিরক্তি নিয়ে তাকালে তুমি,
মুখে ছিলনা সেই হাসির রাশি।
আমাকে দেখলে তোমার মনের সমুদ্রে যে ঢেউ উঠত-
আজ তা কোথায় ছিলো ?
দারুন মেঘে আকাশ যেমন ঘন দেখায় কালো,
ঠিক তেমনই হয়েছিল তোমার মুখখানি!
আর দেখা না হোক আমাদের এই প্রত্যাশা রাখি মনে,
যদিও হৃদয় হরেক রকম ছন্দ বুনে।
ফাহিয়া হক ইন্নি
মেরাজনগর, কদমতলী, ঢাকা।
২ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
১৯ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৯ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
২৫ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৫ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৭ দিন ৫৩ মিনিট আগে