ব্যস্ততার শহরে আমি
তোমার অপেক্ষায়,
যুগের পর যুগ দেখতে দেখতে
আমার দিন যায়।
ইট-দালানের শহর এটা
মানুষরাও পাথর,
ব্যস্ত সারা দুনিয়া
তবুও মনে হয় সব নিথর।
আকাশের দিকে তাকালে শুধু
দেখা যায় কালো ধোঁয়া,
হাহাকার করা মানুষরা চায়
যেনো এক ফোটা সুখের ছোঁয়া।
তাবিয়া রহমান
শ্রীনগর, মুন্সিগঞ্জ।
২ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১৯ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১৯ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৫ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৫ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৭ দিন ৪৫ মিনিট আগে