যে বই তোমায় ভাবতে শেখায়
সে বই তুমি পড়বে,
যে বই তোমার জ্ঞান বাড়াবে
সে বই তুমি পড়বে।
যে বই তুমি পড়তে রাজি
সে বই তুমি পড়বে,
সে বই তুমি পড়তে পারো
যে বই তোমায় গড়বে।
বই মেলাতে যেতে পারো
আনতে পারো বাহারি বই,
বইয়ের সাথে নয়তো আড়ি
বই কে বানাও সই।
বই পড়ে আবেগ বাড়ে
যে বই পড়া দরকার,
যে বই তোমার অশ্রু ঝড়াবে
সে বইটাও কিন্তু চমৎকার।
নানান রকম বই তুমি
করতে পারো আপন,
একাকীত্বের সঙ্গী তোমার
মানাবে তোমার মন।
বইয়ের সাথে বিবাদ নয়
মুগ্ধ হয়ে পড়,
হরেক রকম বই পড়ে
জ্ঞানের পাহাড় গড়।
বইয়ের সাথে মিশলে তুমি
আনন্দ পাবে বেশ,
কাটবে তোমার মনের ভয়
আর বইয়ের সাথে বিচ্ছিন্নতার রেশ।
আফরিনা সুলতানা ঈশিতা
আগলা, নবাবগঞ্জ, ঢাকা।
২ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
২০ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
২০ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৪ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৫ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৫ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৭ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে